বাংলা হান্ট নিউজ ডেস্ক: অবিশ্বাস্য কান্ড করে দেখালো বাংলাদেশ (Bangladesh Cricket Team)। গত বছরের শেষ দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup 2022) জয়ী ইংল্যান্ড দলকে (England Cricket Team) নিজেদের ঘরের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে হারিয়ে দিলেন সাকিব আল হাসানরা (Shakib Al Hasan)। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করলেন হাসান মাহমুদ (Hasan Mahmud), ব্যাট হাতে আরও একবার নিজের যোগ্যতার প্রমাণ দিলেন নাজমুল হাসান শান্ত (Najmul Shanto)।
Winning moment of 1st T20i match#BCB | #Cricket | #BANvENG pic.twitter.com/bOQIY0sPew
— Bangladesh Cricket (@BCBtigers) March 9, 2023
বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচটি জেতা মাত্রই ভারত এবং বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের মাঝে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে ট্রোলিং যুদ্ধ। বাংলাদেশ সমর্থকদের একটা অংশ গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের প্রসঙ্গ টেনে এনেছেন। গতবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। সেই পূর্ণ শক্তির ইংল্যান্ডকেই দাপট দেখিয়ে হারিয়েছে বাংলাদেশ আজ। সেই নিয়ে ভারতকে তারা ব্যঙ্গ করতে ছাড়েননি।
পাল্টা দিয়েছেন ভারতীয় সমর্থকরা। বাংলাদেশ সে চিরদিন এসব ছোটখাটো জয় নিয়ে সন্তুষ্ট থাকবে এবং বড় মঞ্চে কোনদিনই তারা সফল হতে পারবে না, সেই দাবিই করেছেন তারা। কিছু নেটিজেন বলিউডের জনপ্রিয় সিনেমা ওয়েলকামে অনিল কাপুর অভিনীত ‘মজনু ভাই’ চরিত্রের একটি বিখ্যাত ডায়লগ টেনে এনে বাংলাদেশ ক্রিকেট দলকে হেয় করে বলেছেন, ‘এবার কি তাহলে ঘোড়াদের রেসে গাধারাও দৌড়বে’।
তবে এইসব সোশ্যাল মিডিয়ার তর্কবিতর্ক প্রভাব ফেলছে না লিটন দাসদের আত্মবিশ্বাসের। আজ দুর্দান্ত পারফরম্যান্স করে শক্তিশালী ইংল্যান্ডকে চট্টগ্রামের মাটিতে হারিয়েছে তারা। প্রসঙ্গত তিন ম্যাচের ওডিআই সিরিজে ইংল্যান্ডের কাছে সিরিজ করানোর পর চট্টগ্রামে এই নিয়ম রক্ষার ম্যাচে শেষ ওডিআইটিতেও জয় পেয়েছিল বাংলাদেশ।
আজ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাটলার ও সল্টের ওপেনিং জুটি। কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার পর থেকেই রানের গতি কমতে থাকে। বাটলার ৬৭ রান করলেও তাকে মিডেল ওর্ডারে বা লোয়ার অর্ডারে কেউ সঙ্গ দিতে পারেননি। বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ১৫৭ রানের। পাওয়ার প্লেতে ২ ওপেনার লিটন দাস এবং রনি তালুকদারকে খোয়ালেও তিন নম্বরে নামা শান্ত (৫১) দুর্দান্ত অর্ধশতরান করেন। তিনি আউট হওয়ার পর ২৪ বলে ৩৪ রানের একটি ইনিংস খেলে বাংলাদেশের জয়ের দুই ওভার বাকি থাকতেই নিশ্চিত করে দেন অধিনায়ক সাকিব।