বাংলা হান্ট নিউজ ডেস্ক: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ রানে জয় পেলো বাংলাদেশ। সেইসঙ্গে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়েও এখনও টিকে রয়েছে টাইগার্সরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাল ব্যবধানে হারের পর জায়ান্ট কিলার জিম্বাবোয়ের বিরুদ্ধে এই জয় কিছুটা স্বস্তি দিচ্ছে সেদেশের ভক্তদের।
আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যদিও তারপর পাওয়ার প্লে-তে সৌম্য সরকার ও লিটন দাসের উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল তারা। কিন্তু এক দিক আগলে ছিলেন আজকের ম্যাচের নায়ক ওপেনার নাজমুল হাসান শান্ত। তিনি প্রথমে সাকিব আল হাসান এবং পরে ধ্রুবর সাথে দুটি দুর্দান্ত পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন। ইনিংসের শেষদিকে পরপর কিছু উইকেট হারালেও শান্তর ৫৫ বলে ৭১ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ১৫০ রান তোলে বাংলাদেশ।
এরপর রান তাড়া করতে নেমে মুস্তাফিজুর ও তাসকিন আহমেদের দাপটে পাওয়ার প্লে চলাকালীন ৪ উইকেট খুঁইয়ে চাপে পড়ে যায় জিম্বাবোয়ে। খাতা না খুলেই আউট হন আফ্রিকার এই দলটির তারকা ক্রিকেটার সিকান্দার রাজা। কিন্তু শন উইলিয়ামস (৬৪) ও রায়ান বার্লের (২৭) ব্যাটে ভর করে লড়াইতে ফেরে জিম্বাবোয়ে। উইলিয়ামস তাদের মধ্যে ৫৩ রানের একটি বড় পার্টনার হয়। শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান প্রয়োজন ছিল জিম্বাবোয়ের। কিন্তু সেই ওভারে একটি ছক্কা খাওয়ার এবং একটি নো বল করার পরেও ৩ রানে বাংলাদেশকে জিতিয়ে দেন মোসাদ্দেক হোসেন। ৪ ওভারে ১ মেডেন সহ ১৯ রান ৩ উইকেট নেন তাসকিন। কৃপণ বোলিং করে দুই উইকেট পেয়েছেন মুস্তাফিজুর। তবে এর পরেও বেঙ্গল টাইগার্সদের তাকিয়ে থাকতে হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে।
আজ দিনের তৃতীয় ম্যাচে প্রোটিয়া শিবিরের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচের ওপর নির্ভর করছে পাকিস্তান ও বাংলাদেশের ভাগ্য। দক্ষিণ আফ্রিকা দলকে ব্যাট হাতে ভরসা দিচ্ছেন ওপেনার কুইন্টন ডি কক। টুর্নামেন্টের দুটি ম্যাচেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করেছেন তিনি। রিলি রসৌয়ের কথাও মাথায় রাখতে হবে ভারতীয় দলকে। সদ্য সমাপ্ত ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ ম্যাচে তিনি শতরান করেছিলেন এবং তারপর বিশ্বকাপেও বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছেন। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকান পেসার অনরিখ নোকিয়া বল হাতে রান আটকে রাখছেন এবং উইকেটও তুলছেন। মূলত এই ৩ জনের কাছ থেকেই বিপদের প্রত্যাশা রয়েছে ভারতের।
ভারতীয় দলে আজ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই সেটা টিম ম্যানেজমেন্ট স্পষ্ট করে দিয়েছে। লোকেশ রাহুল দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পরও আজও একবার সুযোগ পাবেন। এই মুহূর্তে ভারতীয় দলের মূল ভরসা হচ্ছেন দুজন এবং তারা হলেন ব্যাট হাতে বিরাট কোহলি এবং বল হাতে ভুবনেশ্বর কুমার। আজকের ম্যাচে পটিয়া বোধ করতে গেলে এই দুজনের কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করবে ভারতীয় ক্রিকেট সমর্থকরা।