ক্রমশ “অবনতি” হচ্ছে সম্পর্কে? ভারতে কর্মরত ২ কূটনীতিককে বরখাস্ত করল বাংলাদেশ

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে বারংবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশ (Bangladesh)। ঠিক এই আবহেই বাংলাদেশ এবার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতে নিযুক্ত দুই বাংলাদেশি কূটনীতিককে ঢাকায় ফিরিয়ে নেওয়া হয়েছে। মূলত, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ (Bangladesh):

এই আদেশটি গত ১৭ অগাস্ট জারি করা হয়েছিল। তারপরেই কূটনীতিকরা বাংলাদেশে (Bangladesh) ফিরে গেছেন। জানিয়ে রাখি যে, ওই দুই কূটনীতিককে শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ করা হয়। শাবান মাহমুদ ও রঞ্জনা সেনকে প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তাঁদের মধ্যে শাবান মাহমুদ দিল্লির হাইকমিশনে এবং রঞ্জনা সেনকে কলকাতার কনস্যুলেটে নিয়োগ করা হয়। চুক্তি অনুযায়ী, রঞ্জনা সেনের মেয়াদ ২০২৬ সালের শেষের দিকে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর চুক্তি শেষ হওয়ার আগেই তাঁকে এবার প্রত্যাহার করা হল।

   

Bangladesh dismissed 2 diplomats working in India.

এদিকে, জানা গিয়েছে যে, চুক্তি অনুযায়ী শাবানের মেয়াদও এখনও বাকি ছিল। মূলত, ভারত ও বাংলাদেশের সম্পর্কের অস্থিরতার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। চলতি মাসের শুরুর দিকে ভারতও বাংলাদেশ (Bangladesh) থেকে তার কয়েকজন কূটনীতিককে ফিরিয়ে নিয়েছিল।

আরও পড়ুন: বিপুল ঋণের সম্মুখীন আদানি গ্রুপ! ক্রমশ বাড়ছে সরকারি ব্যাঙ্কগুলি থেকে নেওয়া লোনের পরিমাণ

বিষয়টির পরিপ্রেক্ষিতে ভারতের তরফে বলা হয়েছিল যে, নিরাপত্তার কারণে তাঁদের ডেকে নেওয়া হয়েছে। বিশেষ করে ঢাকায় সেই সময়ে যে ধরণের হিংসাত্মক আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছিল তা বিবেচনা করে নিরাপত্তার স্বার্থে তাঁদের ডেকে পাঠানো হয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশের (Bangladesh) এই পদক্ষেপকেও ভারতের জবাব হিসেবে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: মঙ্গলের পৃষ্ঠের নিচে লুকিয়ে থাকতে পারে গরু! কারণ সামনে এনে চাঞ্চল্যকর বয়ান দিলেন বিজ্ঞানী

এদিকে, ভারত-বাংলাদেশ সম্পর্কের অস্থিরতার অন্যতম একটি কারণ হল প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা ভারতে এসেছিলেন। গত তিন সপ্তাহ ধরে তিনি ভারতেই আছেন। ইতিমধ্যেই হাসিনার কূটনৈতিক পাসপোর্টও স্থগিত করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এমতাবস্থায়, বাংলাদেশ (Bangladesh) সরকার এখন শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি করতে পারে বলেও মনে করা হচ্ছে। এদিকে, শেখ হাসিনারও চাপ বাড়ছে। কারণ বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মোট ৫১ টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ৪২ টি রয়েছে হত্যা মামলা। জানিয়ে রাখি যে, শেখ হাসিনার আমলে মন্ত্রী থাকা একাধিক নেতাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশত্যাগে বাধা দিয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলাও চলছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর