বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশের (Bangladesh) সচিবালয়ে গত ২৬ শে ডিসেম্বর অগ্নিকান্ডের ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্টে লুজ কানেকশনের কথাই উল্লেখ করা হয়েছে। যদিও ইউনূস (Mohammad Yunus) সরকারের একাধিক প্রতিনিধি এই ঘটনার নেপথ্যে ‘ষড়যন্ত্র তত্ত্ব’ দাঁড় করাতে চেয়েছিলেন।
কুকুরের মৃত্যুকে ঘিরে খবরের শিরোনামে বাংলাদেশ (Bangladesh)
স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা গঠিত কমিটি যে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে তাতে বলা হয়েছে, ২৬ শে ডিসেম্বর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ইলেকট্রিক তারে লুজ কানেকশনের জন্য। প্রাথমিক তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত ডিসেম্বরের ২৬ তারিখ অগ্নিকান্ডের ঘটনার সূত্রপাত হয় সচিবালয়ের ৭ নম্বর ভবনটির ছয় তলার মাঝামাঝি সিঁড়ির কাছে।
সিসিটিভি ফুটেজে রাত ১টা ৩৬ মিনিটে সেখানে বৈদ্যুতিক স্পার্ক লক্ষ্য করা গেছে। তারপর সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ভবনের একাধিক জায়গায়। অন্যদিকে, সচিবালয়ের সাত নম্বর ভবনের যে তলায় অগ্নিকাণ্ডের (Fire Accident) ঘটনা ঘটেছিল সেখান থেকে একটি কুকুরের (Dog) মৃতদেহ উদ্ধার হয়।
আরোও পড়ুন : কনকনে ঠাণ্ডার সাথে দাপট দেখাবে বৃষ্টি! সপ্তাহের শেষে বড় পরিবর্তন আবহাওয়ার, রইল আপডেট
যদিও তদন্ত রিপোর্টে স্পষ্ট ভাবে জানানো হয়নি কুকুরটি সেখানে কীভাবে পৌঁছায়। বাংলাদেশের (Bangladesh) একটি প্রথমসারির সংবাদপত্র জানিয়েছে, তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কুকুরটির গতিবিধি সম্পর্কে জানার চেষ্টা করছেন। ভবনের ছয় তলার সিসিটিভি ফুটেছে দেখা গেছে কুকুরটি হেঁটে এসে একটি চেয়ারের উপর শুয়ে পড়ে।
আরোও পড়ুন : গ্রাম হোক কিংবা শহর! দেশে ক্রমশ কমছে দারিদ্র, সামনে এল বড় রিপোর্ট
এরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেখানেই কুকুরটি আটকে যায়। তবে ভবনের ছয় তলায় কুকুরটি কীভাবে পৌঁছাল সেই বিষয়ে তদন্তকারীরা নিশ্চিত নন। ২৬ তারিখের এই ঘটনাটি নিয়ে তদন্তকারীরা এখনই নিশ্চিতভাবে কিছু বলতে চাইছেন না। বাংলাদেশের (Bangladesh) সচিবালয়ে গত ২৬ শে ডিসেম্বর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাত ১:৫৪ মিনিটে সেখানে পৌঁছায় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের লেগে যায় সকাল ৮টা ৫ মিনিট। প্রথমে ভবনের ৬ তলায় আগুন লাগলেও, ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে ৭ ও ৮ তলায়। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী এই ঘটনার প্রেক্ষিতে জানিয়েছিলেন অগ্নিকাণ্ডের সাথে নাশকতার যোগ রয়েছে কিনা তা তদন্তসাপেক্ষ।
ইউনূস সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ আবার এই ঘটনার পিছনে নাশকতার অভিযোগও তোলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম, হাসনাতদের গলাতেও শোনা গিয়েছিল একই সুর। যদিও প্রাথমিক রিপোর্ট সামনে আসার পর জানা যাচ্ছে, দুর্ঘটনার জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।