আচমকাই সিদ্ধান্ত বদল বাংলাদেশের! ভারতে পাঠানো হবে না ৩,০০০ টন ইলিশ, সামনে এল কারণ

বাংলা হান্ট ডেস্ক: ভারতে পুজোতে ইলিশ পাঠানো হবে না, এমনই কড়া নির্দেশিকা জারি করেছিল বাংলাদেশ (Bangladesh)। আলু, ডিম, পেয়াঁজ পাঠানোর পরও অন্তর্বর্তী সরকার তার সিদ্ধান্তে অনড় থাকে। আগে সে দেশের চাহিদা মেটানো হবে তারপর ভারতে পাঠানো হবে, এমনটাই জানানো হয়েছিল। কিন্তু, পরবর্তীতে সিদ্ধান্ত বদল করে, আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে ভারতে ৩ হাজার টন ইলিশ রফতানির অনুমোদন দেয় বাংলাদেশ সরকার। আর এই অনুমোদনের পরপরই ফের সিদ্ধান্ত বদল। ৩ হাজার টন ইলিশ পাঠানো হবে না ভারতে।

কেন ভারতে ৩ হাজার টন ইলিশ পাঠাবে না বাংলাদেশ (Bangladesh):

জানা যায়, আসন্ন দুর্গাপুজোতে ভারতকে ৩ হাজার টন ইলিশ দেবে বলে সিদ্ধান্ত নেয় ইউনূসের দেশ (Bangladesh)। কিন্তু পরবর্তীতে এই সিদ্ধান্তে ফের বদল। তবে ইলিশ যে দেওয়া হবে না বিষয়টা সেরকম নয়। ৩ হাজার টনের বদলে ভারতে পাঠানো হবে, ২,৪২০ টন ইলিশ। এই অনুমতি দেওয়া হয়েছে ৪৯ টি সংস্থাকে। এর মধ্যে ৪৮ টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২,৪০০ টন, আর একটি সংস্থা ২০ টন ইলিশ রপ্তানি করবে ভারতে। তবে পরবর্তীতে এমন সিদ্ধান্তের কারণ সম্পর্কে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।

বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, আমদানি ও রফতানি নিয়ন্ত্রকের প্রধান নিয়ন্ত্রককে চিঠি দিয়ে এ তথ্য জানানো হয়। প্রথমে ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও, এখন সেখান থেকে সরে এসেছে বাংলাদেশ সরকার। এমনকি চিঠির সাথে নতুন ও পুরোনো সমস্ত আবেদনপত্র এবং এর সঙ্গে সম্পর্কিত কাগজপত্র যাচাই-বাছাই করে ইলিশ রপ্তানির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

Bangladesh Export Hilsa in India.

তথ্যসূত্রে জানা গিয়েছে, এই অনুমোদনের পাশাপাশি ৮ টি শর্তও দেওয়া হয়। এই শর্তে প্রথমেই জানানো হয়েছে ইলিশ মাছ রপ্তানির অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। আর প্রতিবার যেসব শর্ত দিয়ে ইলিশ রপ্তানি করা হয় সেইসব শর্তই দেওয়া হয়েছে।

আরও পড়ুন: IPL-এ করেছিলেন বাজিমাত! ভারতীয় দলে এবার “এন্ট্রি” নেবেন এই দুর্ধর্ষ বোলার, হয়ে গেল কনফার্ম

শর্তগুলি কি কি: বর্তমান রফতানি নীতির বিধিবিধান মানা, শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে ইলিশের পরীক্ষা-নিরীক্ষা করানো, প্রতিটি চালান শেষে রফতানি সংক্রান্ত কাগজপত্র বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করা, এছাড়াও অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি না করা, অনুমতি কোনও ভাবেই হস্তান্তর না করা, এমনকি অনুমোদিত রফতানিকারক ছাড়া ঠিকায় রফতানি না করার শর্তও বরাদ্দ রয়েছে। সেইসাথে বাংলাদেশ (Bangladesh) সরকার যে কোনও সময় রফতানি বন্ধ করতে পারবে। সবসময়ই এসব কড়া শর্ত ইলিশ রপ্তানির জন্য আরোপ করা থাকে।

আরও পড়ুন: আচমকাই পরিকল্পনা বদল আদানির! এই সেক্টরে খরচ করবেন ৩৩ হাজার কোটি, চমকে দেবে কারণ

এইসব সংস্থাগুলি অনুমোদন পেয়েছে: আরিফ সি ফুডস, জারা এন্টারপ্রাইজ, সততা ফিশ ফিড, এস এ আর এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, রুপালী সি ফুডস লিমিটেড, লাকি এন্টারপ্রাইজ সহ মোট ৪৯ টি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর