বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশের রূপগঞ্জের হাসেম ফুডস কারখানায় লাগা আগুন ২৪ ঘণ্টা পরেও নিয়ন্ত্রণে আসেনি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে বহু শ্রমিক নিখোঁজ। কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা দমকল বিভাগের। এখনও পর্যন্ত ৩৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ২৪ ঘণ্টা পর আগুন নেভার বদলে নতুন করে আবার আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে।
বাংলাদেশের নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিস আধিকারিক আব্দুল্লাহ আল আরেফি জানান, কারখানার আগুন নিয়ন্ত্রণ করার জন্য মোট ১৮টি ইউনিট কাজ করছে। তবে এখনও সফলতা হাসিল হয়নি। শুক্রবার সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানার ভিতরে আবারও আগুন ছড়িয়ে পড়ে। এরপরে উদ্বিগ্ন আধিকারিকরা।
প্রাপ্ত খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকালে হাসান ফুডস কারখানায় আগুন লাগে। কারখানায় খাবার তৈরি জন্য মজুত থাকার তেল এবং অন্যান্য দাহ্য পদার্থের কারণে নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে। চারিদিক ধোঁয়ায় ঢেকে যায়। আর এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ০ জনের মৃত্যু হয়। ২৪ ঘণ্টা পরেও কারখানার আগুন নেভানো সম্ভব হয়নি।
এখনও পর্যন্ত ৩৭টির মতো মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। এই অগ্নিকাণ্ডে গোটা দেশে শোকের ছায়া নেমেছে। আর এত দীর্ঘ সময় পরেও আগুন নেভাতে ব্যর্থ হওয়ায় দমকল বিভাগকে নিয়েও নানান প্রশ্ন উঠছে।