পাকিস্তান পারেনি, কিন্তু আমরা করে দেখাবো! ভারতের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার বাংলাদেশ ভক্তদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পরপর তিন ম্যাচ জিতে এই মুহূর্তে বিশ্বকাপের (2023 ODI World Cup) লিগ পর্বে খুব ভালো জায়গায় রয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারতীয় দল (Indian Cricket Team)। আগামী ম্যাচে তারা মুখোমুখি হবে বাংলাদেশের (Bangladesh Cricket Team)। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে দুর্দান্তভাবে যাত্রা শুরু করেছিল তারা। কিন্তু তারপর পরপর দুই ম্যাচে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিরুদ্ধে (India vs Bangladesh) নামার আগে তাদের ওপর চাপ বেড়েছে।

ভারত নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিছুটা চাপে পড়ে গিয়েছিল। বিরাট কোহলিকে একবার জীবন দান দিয়েছিল অস্ট্রেলিয়া। তাই চাপে পড়েও ২০০ রান তাড়া করতে অসুবিধা হয়নি তাদের। কিন্তু আফগানিস্তান ও পাকিস্তানের বিরুদ্ধে রীতিমতো দাপট দেখিয়েছে ভারতের ব্যাটিং। আর ভারতের বোলিং বহুদিন ধরেই ভালো পারফরম্যান্স করছে। সব মিলিয়ে রোহিত শর্মারা বেশ সুবিধাজনক জায়গায় রয়েছে।

team happy india

কিন্তু তাও বাংলাদেশ ভক্তরা ভারতকে হারানোর ব্যাপারে আশাবাদী। কারণ গতবছরের শেষদিক থেকে ভারতের সঙ্গে তাদের চারবার সাক্ষাৎ হয়েছে ওডিআই ফরম্যাটে। এর মধ্যে তিনবারই জয় পেয়েছে বাংলাদেশ। তাই ভারতকে হারিয়ে বিশ্বকাপে আরেকটি অঘটন ঘটানোর জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ। দুই দলের মধ্যে শেষ চার ওডিআই সাক্ষাতে যে একটি ম্যাচে ভারত জয় পেয়েছিল সেই ম্যাচে ভারতের ব্যবহৃত সেরা অস্ত্রকেই এবার ভারতীয় দলে দেখা যাবে না যখন তারা বাংলাদেশের বিরুদ্ধে পুনেতে মাঠে নামবে।

আরও পড়ুন: রোহিত বা কোহলি নন, ভারতকে এবার বিশ্ব চ্যাম্পিয়ন করবেন BCCI-এর এই ভরসার পাত্র

এখানে বলা হচ্ছে ঈশান কিষাণের কথা। বাংলাদেশের বিরুদ্ধে গত বছরের শেষ দিকে নিয়মরক্ষার ওডিআই ম্যাচে ব্যাটিং করতে নেমে অসাধারণ দ্বিশতরান করেছিলেন তিনি। এরপর ভারতের হয়ে একাধিক মনে রাখার মতো ইনিংস খেললেও নিজেকে দলে নিয়মিত করতে পারেননি শুভমান গিলের উপস্থিতির কারণে।

আরও পড়ুন: তেজি ঘোড়ার মতো ছুটছেন রোহিত! ভেঙে যাবে সৌরভ গাঙ্গুলীর এই অবিশ্বাস্য রেকর্ড

বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে পরিবর্তনের সম্ভাবনা কম। পাকিস্তানের বিরুদ্ধে যে কম্বিনেশন জয় এনে দিয়েছিল সেটা সহজে ভাঙতে চাইবেন না রোহিত। দলে কেবলমাত্র একটি পরিবর্তন হতে পারে। অলরাউন্ডার শার্দূল ঠাকুর, যিনি গত কয়েক মাস ধরে নিজের সেরা ছন্দে নেই তাকে দলের বাইরে রেখে ফর্মে থাকা মহম্মদ শামিকে খেলানো হতে পারে।

 

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর