বিধ্বংসী আগুন: আগুনের গ্রাসে পুড়ে ছাই ঢাকার প্রায় তিন হাজার ঘর

বাংলাহান্ট ডেস্ক: আগুনের গ্রাসে পরল ঢাকা। ঢাকার মিরপুরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় অন্তত তিন হাজার ঘর। যদিও এখনো পর্যন্ত এই অগ্নিকাণ্ডে মৃতের কোন খবর পাওয়া যায়নি তবে আহত হয়েছেন বেশ কয়েকজন।

WEB Tejturi Slum Fire 1 Mehedi Hasan 1024x678

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মী বাহিনী। রুপ নগরের চলন্তিকা মোড় এর ঝিলপাড় বস্তিতে এই অগ্নিকাণ্ড ঘটে। তবে ঈদ উপলক্ষে ওই ঘর গুলিতে একটাও মানুষ ছিল না তাই এই যাত্রায় কোন প্রাণহানী হয়নি।

ওই ঘিঞ্জি বস্তিগুলোর বেশির ভাগ বাড়ি অবৈধভাবে নির্মিত। দমকল কর্মীরা মনে করছে শর্ট সার্কিট থেকে আগুন লাগে তারপর দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ওই বস্তিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ছিল না।

এই অগ্নিকাণ্ডের পর স্থানীয় সংসদ ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। মেয়র বলেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের খাবার ও থাকার ব্যবস্থা করা হচ্ছে।


সম্পর্কিত খবর