বাংলাদেশের শত শত গ্রাম ভাসিয়ে দিল ভারত, চিন্তায় হাসিনা সরকার

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিন ধরে পাহাড়ে প্রবল বৃষ্টি আরও ধ্বসের কারণে জনজীবন সংকটের মধ্যে পড়েছে। সিকিম, দার্জিলিংয়ে ছুটি কাটাতে গিয়ে বিপদে পড়েছে পর্যটকরা। বৃষ্টির জলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা। আর এই কারণে তিস্তার ৪৪টি লকগেট খুলে দিয়েছে ভারত (India)। যার যেরে বাংলাদেশের (Bangladesh) শতশত গ্রাম ভেসে গিয়েছে। এমনকি বহু গ্রামের নদীবাঁধও ভেঙে গিয়েছে। ওপার বাংলায় জারি হয়েছে লাল সতর্কবার্তা।

121158552 2

জানা গিয়েছে যে, ভারতের তরফ থেকে তিস্তা ব্যারেজের গাজলডোবার সমস্ত লক গেট খুলে দেওয়ায় বাংলাদেশের শতশত গ্রাম বৃহস্পতিবার সকালের মধ্যেই প্লাবিত হয়েছে। রংপুর, নীলফামারী, লালমণিরহাট ও কুড়িগ্রামের প্রায় ২০ হাজার মানুষ জলবন্দি হয়েছেন।

তিস্তা ব্যারাজের লকগেট খুলে দেওয়ায় আচমকাই বাংলাদেশের দিকে ধেয়ে যায় জল। এরফলে বাংলাদেশের কয়েকটি জেলায় জারি হয় রেড অ্যালার্ট। প্রশাসনের তরফ থেকে নিচু এলাকা থেকে মানুষজন ও গবাদি পশু সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।

আচমকাই গ্রামে জল ঢুকে পড়ায় বাড়িঘর যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনই ক্ষয়ক্ষতি হয়েছে চাষের জমিরও। এই সময় ধান, পেঁয়াজ, ভুট্টা, আলুর চাষাবাদ হয়ে ওপার বাংলায়। কিন্তু তিস্তার জল ছাড়ায় সেগুলি চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের প্রশাসনের মতে রংপুর সহ কমবেশি ৫০ টি গ্রামে জল ঢুকে পড়েছে। তিস্তা ব্যারেজ থেকে আরও জল ছাড়া হলে, আরও বেশি গ্রাম জলের কবলে চলে যাবে।


Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর