বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের অন্যতম ধনী দেশের সুলতানের পদে আসীন রয়েছেন তিনি। এবার তাঁকেই অভিনব উপহার পাঠানো হল বাংলাদেশের (Bangladesh) তরফে। এমনকি, ইতিমধ্যেই ওই উপহারের প্রসঙ্গ উঠে এসেছে খবরের শিরোনামেও। জানা গিয়েছে, ব্রুনেইয়ের (Brunei) সুলতানকে ১৫ টি ছাগল উপহার হিসেবে পাঠিয়েছে বাংলাদেশ। মূলত, ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ কিছুদিন আগে বাংলাদেশ সফরে এসে খাসির মাংসের দারুণ প্রশংসা করেছিলেন।
এমতাবস্থায়, ওই প্রশংসার পরেই তাঁকে এই উপহার পাঠানো হয়েছে ঢাকার পক্ষ থেকে। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে সে দেশের খাবারের ভূয়সী প্রশংসা করেন ব্রুনেইয়ের সুলতান। পাশাপাশি, বিরিয়ানি ও মাংসের একাধিক পদ চেখে দেখেন তিনি। এছাড়াও, সুলতানের আতিথেয়তার ক্ষেত্রেও কোনো খামতি রাখা হয়নি। ব্রুনেইয়ের উচ্চপদস্থ আধিকারিকরাও খাসির মাংসের প্রশংসা করেন।
এদিকে, বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন ব্রুনেইয়ের সুলতানকে ছাগল উপহার দেওয়ার প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘সুলতানের ছাগল খুব পছন্দ। উনি যাওয়ার সময় আমরা কিছু দিয়ে দেব।’’ তারপরেই ১৫ টি ছাগলকে উপহার হিসেবে পাঠানো হয়েছে। পাশাপাশি, এই ঘটনায় ওই দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতি হবে বলেও মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। তবে, শুধু ছাগলই নয়, তার সাথে পাঠানো হয়েছে ময়ূর, হরিণ এবং ময়নাও।
এই প্রসঙ্গে বাংলাদেশের সংবাদপত্র “প্রথম আলো” মারফত জানা গিয়েছে, সুলতানের জন্য এক জোড়া চিতল হরিণ, এক জোড়া ময়না পাখি এবং এক জোড়া ময়ূরও পাঠানো হয়েছে। পাশাপাশি, প্রজননের মাধ্যমে ব্রুনেইতে এই পশুপাখিগুলির সংখ্যা বৃদ্ধি করা হবে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য যে, ব্রুনেইয়ে বাংলাদেশের খাসির মাংসের প্রচুর চাহিদা রয়েছে। আর সেই দিকটি মাথায় রেখেই উপহার হিসেবে সেখানে ছাগল পাঠানো হয়েছে।
এদিকে, সামগ্রিকভাবে এই ঘটনাকে “কৃষি কূটনীতির অঙ্গ” হিসেবে মনে করছে ঢাকা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ব্রুনেই হল বিশ্বের ধনীতম দেশগুলির মধ্যে অন্যতম একটি। এমনকি, ব্রুনেই দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে ধনী দেশ হিসেবে বিবেচিত হয়। স্বাভাবিকভাবেই, সেখানকার সুলতানও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে পরিগণিত হন। এমতাবস্থায়, ২০০৮ সালের একটি বিদেশি ম্যাগাজিন সূত্রে দাবি করা হয় যে, ব্রুনেইয়ের সুলতানের মোট সম্পত্তির পরিমান প্রায় ২ হাজার কোটি ডলার। শুধু তাই নয়, যে বিলাসবহুল প্রাসাদে সুলতান থাকেন, সেটিও বিশ্বের বৃহত্তম রাজপ্রাসাদগুলির তালিকায় স্থান পেয়েছে বলে জানা গিয়েছে।