ভিসা জটিলতা অব্যাহত, বাংলাদেশ সফরে নিষেধাজ্ঞা! কপাল পুড়ল ঋতুপর্ণা-স্বস্তিকা সহ ২ নায়িকার

বাংলাহান্ট ডেস্ক : ঋতুপর্ণা-স্বস্তিকা সহ টলিউডের চার অভিনেত্রীর ভিসায় নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ (Bangladesh) সরকার। বাংলাদেশের (Bangladesh) বর্তমান পরিস্থিতিতে এপার বাংলার শিল্পীদের ওদেশে গিয়ে কাজ করায় দেখা দিয়েছে সমস্যা। ভারতীয় শিল্পীদের বাংলাদেশে (Bangladesh) যাওয়া নিয়ে ভিসা জটিলতা দেখা দিচ্ছে। এমতাবস্থায় ওপার বাংলায় গিয়ে কাজ করায় সমস্যার সম্মুখীন হচ্ছেন শিল্পীরা।

ভিসায় নিষেধাজ্ঞা বাংলাদেশ (Bangladesh) সরকারের

বাংলাদেশে (Bangladesh) হাসিনা সরকারের পতনের পর থেকেই দেখা দিয়েছে ভিসা নিয়ে জটিলতা। ওপার বাংলায় গিয়ে কাজ করার জন্য ওয়ার্ক পারমিটের আবেদনে সাড়া পাচ্ছেন না কলকাতার শিল্পীরা। জানা যাচ্ছে, চলতি মাসেই বাংলাদেশে (Bangladesh) গিয়ে ছবির শুটিং করার কথা ছিল ঋতুপর্ণা এবং স্বস্তিকার। কিন্তু ভিসায় নিষেধাজ্ঞা জারি হওয়ায় ওপার বাংলায় যেতেই পারেননি তাঁরা।

আরো পড়ুন : হু হু করে বাড়ছে খ্যাতি, মুম্বই গিয়েই সলমনের বিগ বসে ডাক পেলেন বাংলার নায়িকা

বাংলাদেশে যেতেই পারলেন না ঋতুপর্ণা-স্বস্তিকা

সেপ্টেম্বর মাসেই ‘আলতাবানু জোছনা দেখেনি’ ছবির শুটিংয়ে বাংলাদেশে (Bangladesh) যাওয়ার কথা ছিল স্বস্তিকা মুখোপাধ্যায়ের। কিন্তু ভিসা না পাওয়ায় তিনি যেতে পারেননি বলে খবর। এই ছবির পরিচালক হিমু আকরাম জানান, ১ লা সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল এই ছবির। আর ৭ ই বা ৮ ই সেপ্টেম্বর থেকে শুটিংয়ে যোগ দেওয়ার কথা ছিল স্বস্তিকার। কিন্তু তিনি এসেই পৌঁছাতে পারেননি।

আরো পড়ুন : নেই TRP, পুরোই ফ্লপ গৌরব-ঋদ্ধিমা জুটি! ফের ‘রান্নাঘরে’ কি সুদীপাকেই ফেরাচ্ছে Zee Bangla?

অন্যদিকে ‘তরী’ ছবির শুটিংয়ে বাংলাদেশ (Bangladesh) যাওয়ার কথা ছিল ঋতুপর্ণার। ওই ছবির শুটিংও সেপ্টেম্বর থেকেই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তিনিও ভিসা সমস্যার কারণে বাংলাদেশে (Bangladesh) যেতে পারেননি। ফলত সেপ্টেম্বরে দুটি ছবির শুটিংই অনিশ্চিত হয়ে উঠেছে। অন্যদিকে মাথায় হাত পড়েছে পরিচালকদের।

Rituparna Sengupta

বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর তীব্র অচলাবস্থা শুরু হয়েছিল। বর্তমানে ও দেশে মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু ভিসা নিয়ে জটিলতা কাটেনি। এর ফলে কলকাতার শিল্পীদের বাংলাদেশে গিয়ে কাজ করা নিয়ে জট এখনো কাটার নাম নেই।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর