বাংলাদেশের মৌলবাদী সংগঠন পাসে নেই হাসিনা সরকার,সাধুবাদ ভারতের

বাংলা হান্ট ডেস্ক- কিছুটা হলেও সাফল্যের মুখ দেখল ভারতবর্ষ কারণ সাম্প্রতিক কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর থেকেই ভারতের পার্শ্ববর্তী দেশ

বাংলাদেশের কিছু মৌলবাদী সংগঠন যারা প্রকাশ্যে ঢাকায় হাসিনা সরকার ও ভারত সরকার কে তীব্র ভাষায় আক্রমণ করেন এবং সেখানে বলা হয় ভারতবর্ষের মুসলিমরা সুরক্ষিত নয় তাদেরকে মোদি সরকার অত্যাচার করছে কিন্তু কার্যত ভারতে এরকম নজির দেখা যায়নি।Screenshot 2019 0817 104749

বাংলাদেশের মৌলবাদী সংগঠন হাসিনা সরকারের বিরুদ্ধে পথে নামছে সেই সময় বাংলাদেশের হাসিনা সরকার জানিয়েদিলেন কাশ্মীর ইস্যু সম্পূর্ণ ভারতবর্ষের অভ্যন্তরীণ বিষয় এই বিষয়ে কোন রকম হস্তক্ষেপ করবে না বাংলাদেশ কিন্তু তা মানতে নারাজ বাংলাদেশের মৌলবাদী সংগঠন,

তারা তাদের একশ্রেণীর মিডিয়া এবং বাংলাদেশ সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন যা সমাজের বুকে অত্যন্ত নিন্দনীয় ঘটনা। সেই পরিপ্রেক্ষিতে ভারত এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যদি এখানকার মুসলিম নিরাপদ না, হয় তাহলে দেশভাগের সময় যে ৪০ % হিন্দু বাংলাদেশের ছিল তা দিন দিন কমে যাচ্ছে,

a64d149c988e208983d0811fc7b961bb 5d49b2342c828সেই পরিপ্রেক্ষিতে তারা একাধিক অজুহাত খাড়া করেছে কিন্তু ভারত সরকারের এই কড়া মনোভাব এর পাশে দাঁড়িয়েছে,ভারতবর্ষ পাশে অধিকাংশ দেশ এবার সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতের পাশে দাঁড়ালো কারণ হাসিনা

সরকারের বেশ কিছুটা নির্ভরশীল থাকতে ভারত সরকারের উপর কারণ এখান থেকে প্রচুর আমদানি রপ্তানি করা হয় যা বাংলাদেশের অর্থনীতির অন্যতম কারণ, ভারতবর্ষের অত্যন্ত সাফল্য যখন কাশ্মীর জুড়ে সেই সময় বাংলাদেশের মৌলবাদী সংগঠনের মনোভাবকে তীব্র ভাষায় আক্রমণ করেছে তাদেরই একাধিক সংগঠন। বাংলাদেশ যখন ভারতের সমর্থন করল বেশ কিছুটা পিছু হটলো বাংলাদেশে মৌলবাদী সংগঠন৷

Udayan Biswas

সম্পর্কিত খবর