বাংলাহান্ট ডেস্ক: বদলের বাংলাদেশে (Bangladesh) এবার ঘটল বড় অঘটন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান মুখ তথা জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম সরে আসছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে। নিজের ফেসবুক পোস্টে এমনটাই দাবি করেছেন বাংলাদেশের (Bangladesh) সারজিস আলম।
বদলের বাংলাদেশে (Bangladesh) এবার ঘটল বড় অঘটন
বুধবার একটি ফেসবুক পোস্টে সারজিস লেখেন, “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে।”জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাজ আরো ত্বরান্বিত করার জন্যই পদ থেকে সরে আসছেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ সারজিস।
এই পোস্টে সারজিস আরো লিখেছেন, “যখন মনে হয়েছে, এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া আমার জন্য সম্ভব হবে নয়, তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি। আমার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দূর্বলতা নয়, বরং এটাতে সৎ সাহস লাগে। আমি চেষ্টা করেছি আমার চেয়ারের দায়িত্বের সাথে সৎ থাকতে।” সাধারণ সম্পাদক হিসেবে সারজিস জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব গ্রহণ করেছিলেন গত ২১ অক্টোবর।
৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করার পর আনুষ্ঠানিকভাবে ৭ জানুয়ারি দায়িত্ব হস্তান্তর করেন সারজিস। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে সাধারণ সম্পাদক হিসেবে নিজের দু মাসের কাজের খতিয়ানও তুলে ধরেন সারজিস। ফেসবুক পোস্টে সারজিস বলেন, ৮২৬ জন শহীদ পরিবারের মধ্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে ৬২৮ জন শহীদ পরিবারকে।
আরো পড়ুন : মিলবে দুর্ধর্ষ বেতন! এবার এই কেন্দ্রীয় সংস্থায় কাজের সুযোগ, কোন কোন পদে হবে নিয়োগ?
১১ জন হাজার আহতের মধ্যে আর্থিক সাহায্য করা হয়েছে ২ হাজার জনকে। জানা যাচ্ছে, বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান সমন্বায়কদের মধ্যে ব্যক্তিগত বিরোধ চরম পর্যায়ে পৌঁছেছে। দায়িত্ব বন্টন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ডামাডোল। এই আবহে সারজিসের ইস্তফা সেই জল্পনাকে উস্কে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।