‘যেখানেই থাকুন না কেন…’, ভারত থেকেই গ্রেফতার হবেন হাসিনা? বড় ইঙ্গিত ইউনূস সরকারের

বাংলাহান্ট ডেস্ক : চাপ বাড়ল শেখ হাসিনার (Sheikh Hasina) উপরে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে এবার বড়সড় পদক্ষেপ নেওয়া হতে পারে। তেমনি আভাস দিয়েছে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বতী সরকার। বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময়ে ইস্তফা দিয়ে দেশ ছাড়া হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে রয়েছে একগুচ্ছ মামলা। এমতাবস্থায় তাঁকে দেশে ফেরাতে এবার ইন্টারপোলের সাহায্য নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে ইউনূস সরকার।

হাসিনাকে (Sheikh Hasina) দেশে ফেরাতে বড় পদক্ষেপের আভাস

রবিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গত জুলাই অগাস্ট মাসে দেশে ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে যারা গণহত্যা চালিয়ে পালিয়ে গিয়েছেন, তাদের ধরার জন্য ইন্টারপোলের দ্বারস্থ হবেন তাঁরা। ইন্টারপোলের মাধ্যমে জারি করা হবে রেড কর্নার নোটিস। তিনি স্পষ্ট বলেছেন, “তাঁরা যেখানেই থাকুন না কেন গ্রেফতার করে বাংলাদেশে আনার জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে”।

Bangladesh government to take big decision on sheikh hasina

কী পদক্ষেপ করবে বাংলাদেশ সরকার: শেখ হাসিনার (Sheikh Hasina) নাম উল্লেখ করা না হলেও তাঁকে উদ্দেশ্য করেই যে কথাগুলি বলা হয়েছে তা বুঝতে বাকি নেই কারোরই। এমনকি এও শোনা যাচ্ছে, শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের বেশ কিছু সদস্যের বিরুদ্ধেও জারি করা হতে পারে রেড কর্নার নোটিস। এখন প্রশ্ন হল কী এই রেড কর্নার নোটিস?

আরো পড়ুন : ‘দুয়া’র মধ্যেই লুকিয়ে তিন গুরুত্বপূর্ণ মহিলার নাম! রণবীর-দীপিকার মেয়ের নামের এই বিশেষত্ব জানতেন?

কী এই রেড কর্নার নোটিস: জানিয়ে দিই, রেড কর্নার নোটিস জারি হলে অন্য দেশ থেকে যেকোনো অভিযুক্তকেই গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা যায়। এক্ষেত্রে ইন্টারপোলের মাধ্যমে জারি করা হয়ে থাকে এই নোটিস।। বলা বাহুল্য, শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি হলে তাঁকেও ভারত থেকে গ্রেফতার করে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে পারে অন্তর্বর্তী সরকার।

আরো পড়ুন : ‘মিত্তির বাড়ি’ নিয়েই যত শোরগোল, ঘরের ছেলে আদৃতকে জায়গা দিতেই কোপ জনপ্রিয় মেগার ঘাড়ে!

বাংলাদেশে কোটা সংষ্কার আন্দোলন কালক্রমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পরিণত হলে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে গোপনে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। তাঁর বর্তমান আস্তানা ভারত। মাঝে শোনা গিয়েছিল, হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য প্রত্যর্পণ চুক্তি করতে পারে অন্তর্বর্তী সরকার। তবে এবার সিদ্ধান্ত বদল করল তাঁরা। শেষমেষ কোন পথে হাঁটে ইউনূস সরকার সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর