বাংলাহান্ট ডেস্ক : মঙ্গলবারই মালদহের বৈষ্ণবনগরে কাঁটাতারের সীমানা দেওয়া নিয়ে বিবাদ বেঁধেছিল বিএসএফ এবং বিজিবির মধ্যে। পরের দিনই বুধবার ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার পানিসাগর সীমান্তে। এদিন ফের বিএসএফ এর উপরে লাঠি, কুড়ুল নিয়ে চড়াও হল বাংলাদেশি (Bangladesh) দুষ্কৃতীর দল। বিজিবি এবং বাংলাদেশের কিছু দুষ্কৃতীর বাড়বাড়ন্তে কার্যত কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে বিএসএফ জওয়ানদের।
বাংলাদেশি (Bangladesh) দুষ্কৃতীদের আক্রমণের মুখে বিএসএফ
জানা গিয়েছে, বুধবার ত্রিপোলি পানিসাগর সীমান্তে বাংলাদেশি (Bangladesh) দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়ে বিএসএফ। ত্রিপুরা সীমান্তে এদিন বাংলাদেশি (Bangladesh) গরু পাচারকারীদের বাধা দেয় বিএসএফ জওয়ানরা। তারপরেই তাঁদের উপরে লাঠি, কুড়ুলের মতো ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় তারা।
শান্ত ছিলেন বিএসএফ জওয়ানরা: বিএসএফ জওয়ানদের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে দুষ্কৃতীদের দল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও আক্রমণের মুখে পড়ে শান্ত ছিলেন বিএসএফ জওয়ানরা। সংযমের সীমা তো তাঁরা অতিক্রম করেনইনি, উপরন্তু বাংলাদেশি (Bangladesh) দুষ্কৃতীদের বুঝিয়ে সুঝিয়ে শান্ত করার চেষ্টাও করেন তাঁরা।
আরো পড়ুন : ‘দিদার জন্মদিনেই ও আমাকে ছেড়ে…’, ১৭ বছরের সম্পর্ক শেষ হল ‘রোশনাই’ নায়ক শনের
মালদহে উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি: উল্লেখ্য, মঙ্গলবারই মালদহের বৈষ্ণবনগর সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে সংঘাতে জড়ায় বিএসএফ এবং বিজিবি (Bangladesh)। বৈষ্ণবনগরের সুখদেবপুর এলাকায় প্রায় ১০০ মিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে বিএসএফকে বাধা দেয় বিজিবি। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পারের বাসিন্দাদের মধ্যে শুরু হয় স্লোগান, পালটা স্লোগান। তবে শেষমেষ প্রশাসনের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। বিএসএফ এবং বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের পর ফের কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়।
আরো পড়ুন : চারদিকে মৃতদেহের পাহাড়! ধ্বংসস্তূপে পরিণত হওয়া তিব্বতে ফের কাঁপল মাটি, হাহাকার দেশজুড়ে
উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত বাংলাদেশ (Bangladesh) সম্পর্কের পতন হয়েছে। উপরন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূসের নীরবতা এবং প্রচ্ছন্ন সায় বুঝিয়ে দিচ্ছে ভারত বিরোধিতায় তাঁরও মদত রয়েছে। এমনকি সম্প্রতি প্রকাশ্যেই যুদ্ধের জিগির তুলতেও দেখা গিয়েছে তাঁকে। বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাকেও যুদ্ধের উসকানি দিতে শোনা গিয়েছে।