বর্ষবরণে কী এবার পাতে পড়বে ওপার বাংলার ইলিশ? রফতানি নিয়ে প্রকাশ্যে এল এক বড় আপডেট

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পয়লা বৈশাখ আসন্ন। বছরের শুরুটা স্বাদে গন্ধে অতুলনীয় ওপার বাংলার ইলিশ (Bangladesh-Ilish) পাতে পড়লে কেমন হয়? কিন্তু সুযোগ হবে তো? সেটাই এখন বড় প্রশ্ন! ইলিশের যা হাল, তাতে এবারের পয়লা বৈশাখে ভারতে ইলিশ রফতানি করার কথা সরকার যেন একেবারেই না ভাবে! এখন এই কথাই বলছেন পদ্মপাড়ের সাধারণ মাছ বিক্রেতারা।

বাংলাদেশের ইলিশ (Bangladesh-Ilish) নিয়ে বড় খবর

বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে চোখ রাখলেই এমনই তথ্য পাওয়া যাচ্ছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হল, কেন এই ধরনের কথা বলছেন আপামর বাংলাদেশি মাছ বিক্রেতারা? এখনও যা জানা যাচ্ছে, পরিস্থিতি একেবারেই অনুকূল নেই। বাংলাদেশের (Bangladesh) বেশিরভাগ মাছ বাজারগুলিতে ইলিশের (Ilish) বড়ই আকাল পড়েছে বর্ষবরণের আগে।

আরও পড়ুন : আজকের রাশিফল ৬ এপ্রিল, আর্থিক দিক থেকে মালামাল হবে এই চার রাশি

যে মাছগুলো পাওয়া যাচ্ছে, সেসব মাছের আকার খুবই ছোট। এক একটি মাছের ওজন কেজির ধারেকাছে পৌঁছলেই প্রতি মণে প্রায় লাখ টাকা উঠে যাচ্ছে তার দর! অবাক হচ্ছেন? অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি! বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকার খবর অনুযায়ী, মাঝারি আকারের ১ মণ ইলিশ বিকোচ্ছে বাংলাদেশি মুদ্রায় ১ লক্ষ টাকারও বেশি দামে! প্রসঙ্গত উল্লেখ্য, ১ মণ ইলিশ মাছের পরিমাণ ৪০ কিলোগ্রামের কিছু কম।

আরও পড়ুন : আট বছরে ভাঙে প্রথম বিয়ে, ২৫ বছরের ছোট স্ত্রীর সঙ্গেও এবার বিবাহ বিচ্ছেদ টেলিপাড়ার নায়কের!

বাংলাদেশি সংবাদমাধ্যম সূত্রে খবর, ৪ এপ্রিল, শুক্রবার বরিশালের পোর্ট রোড বাজার ও মোকামে যে পরিমাণ ইলিশ মিলেছে, তা যথেষ্ট নয়। ওই বাজারে ১ মণ ইলিশের খুচরো দর (বাংলাদেশি মুদ্রায়) মারাত্মক বেশি। ১ কেজি ২০০ গ্রাম সাইজের মাছ ১ লক্ষ ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ১ কেজি আকারের ইলিশ মণ প্রতি বিক্রি হচ্ছে ১ লক্ষ ৫ হাজার টাকায় এবং ৫০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ দরে বিক্রি হচ্ছে ৫৫ হাজার টাকায়।

Bangladesh-Ilish present condition update

স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে, বাংলাদেশের ইলিশের (Bangladesh-Ilish) অবস্থা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে। এদিকে ইলিশের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় মৎসপ্রেমী বাঙালি। অনেকেই ব্যাগ নিয়ে ইলিশের আশায় বাজারে উঁকিঝুঁকি দিচ্ছেন। দাম শুনতেই আবার পিছু হটছেন। চাহিদার তুলনায় অনেক কম জোগান রয়েছে ইলিশের যার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে। তবে বর্ষা এলে বাড়তে পারে ইলিশের পরিমাণ। তখন কি ভারতে ইলিশ রফতানি করবে বাংলাদেশ? উঠছে প্রশ্ন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X