বাংলাহান্ট ডেস্ক : হাসিনা সরকারের পতনের পর থেকেই অর্থনৈতিকভাবে বাংলাদেশিদের জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। বর্তমানে বাংলাদেশে (Bangladesh) ইলিশ কিনতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে সে দেশের মানুষকেই। তাই এবার বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কম দামে ইলিশ বিক্রির পরিকল্পনা করছে।
বাংলাদেশে (Bangladesh) সস্তা হচ্ছে ইলিশ
সংস্থার তরফে জানানো হয়েছে যে, ৬০০ টাকা কেজি দরে বিক্রি হবে ৪৫০ গ্রাম থেকে ৮৫০ গ্রাম ওজনের ইলিশ (Ilish) মাছ। ফলে মনে করা হচ্ছে, এবার ওপার বাংলায় আমজনতা বেশ খানিকটা সস্তাতেই ইলিশ মাছ ঘরে তুলতে পারবেন। ক্রেতারা আগে এলে আগে পাবেন ভিত্তিতে ইলিশ মাছ বিক্রি করা হবে। ইতিমধ্যেই কারওয়ান বাজারের বিএফডিসি ভবনের মৎস্য বিতানে বিক্রি করা শুরু হয়েছে।
এই বিষয়ে বিএফডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান সংবাদমাধ্যমে বলেন, ‘ইলিশ মাছের জোগান না থাকায় বাড়ছে দাম। এই কারণে বিএফডিসি ভর্তুকি মূল্যে ইলিশ মাছ বিক্রির দায়িত্ব হাতে নিয়েছে। আমরা প্রায় ১৭শো কেজির দুটি চালান হাতে পেয়েছি।’ এই ইলিশ মাছ ফিশিং জাহাজের মাধ্যমে বঙ্গোপসাগর থেকে ধরা হয়েছে বলে সূত্রের খবর।
আরোও পড়ুন : হাসপাতাল থেকে ছুটি! ফের জেলে ফিরলেন ‘কালীঘাটের কাকু’! আজই ঘটবে বিরাট ‘কাণ্ড’
এই বিষয়ে সুরাইয়া আখতার জাহানের বক্তব্য, ‘ক্রেতাদের কথা মাথা রেখে টিসিবির মতো রেশনিং করে বিক্রি করা হবে। একেকজন গড়ে বিএফডসির নিজস্ব প্যাকেটজাত এক প্যাকেটে এক থেকে দেড় কেজি মাছ কিনতে পারবেন।’ বাংলাদেশে (Bangladesh) নয়া এই পরিকল্পনার ফলে একদিকে দাম কমার পাশাপাশি অন্যদিকে সহজেই মিলবে ইলিশ মাছ।
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এবং বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন ইলিশ মাছ বিপণন কর্মসূচি বাস্তবায়িত করতে একত্রে কাজ করছে। ‘স্বাদে গন্ধে অতুলনীয়–ইলিশ কিনে হন ধন্য’ স্লোগানও তৈরি হয়ে গিয়েছে। বিএফডিসি’র তথ্য অনুযায়ী, সাশ্রয়ী মূল্যে সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই কর্মসূচির একমাত্র লক্ষ্য।