মোদীর সাথে বৈঠকের পরেই হল বোধদয়? এবার ইউনূস যা করলেন…..জানলে হবেন অবাক

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ব্যাঙ্ককে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সাথে বৈঠক সারেন ভারতের (Bangladesh-India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠক নিয়ে তুমুল জলঘোলা হলেও ওই বৈঠকে স্পষ্টভাবে বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, ইউনূসের সাথে বৈঠকের পর মোদী লিখেছিলেন, “বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সাথে আমি সাক্ষাৎ করেছি। ভারত সবসময় বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।”

বড় পদক্ষেপ নিলেন ইউনূস (Bangladesh-India):

তিনি আরও জানান, “আমি বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের (Bangladesh-India) সমর্থনকে পুনর্ব্যক্ত করেছি।” প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, “অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা রোধের ব্যবস্থা নিয়ে আলোচনার পাশাপাশি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি।” এদিকে, ওই বৈঠকের পরেই ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে বড় পদক্ষেপ গ্রহণ করল ঢাকা।

Bangladesh-India recent new update.

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দীর্ঘ বেশ কয়েক মাস পরে বাংলাদেশ (Bangladesh-India) নয়াদিল্লিতে হাইকমিশনার পাঠিয়েছে। জানিয়ে রাখি যে, গত অক্টোবর মাসে দিল্লি থেকে হাইকমিশনার মোস্তাফিজুর রহমানকে দেশে ফিরিয়েছিল ঢাকা। এমতাবস্থায়, দীর্ঘ পাঁচ মাস ধরে বাংলাদেশ হাইকমিশনের শীর্ষপদে কেউ আসীন ছিলেন না।

আরও পড়ুন: সর্বনাশ! নিরাপত্তাহীনতায় ভুগছেন রোনাল্ডো, ক্রমশ পাচ্ছেন হুমকি, বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন CR7

যদিও, নয়াদিল্লিতে হাইকমিশনার পাঠিয়েছে বাংলাদেশ। এবার রিয়াজ হামিদুল্লাহকে হাইকমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। এর আগে রিয়াজ শ্রীলঙ্কায় হাইকমিশনার ও নেদারল্যান্ডসে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, রিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ভারতের (Bangladesh-India) আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়তেও পড়াশোনা করেছিলেন।

আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রীর নাতনীকে দিনে-দুপুরে গুলি করে হত্যা! তুঙ্গে শোরগোল

এমতাবস্থায়, তাঁকে গত ফেব্রুয়ারি মাসেই ভারতের (Bangladesh-India) হাইকমিশনার হিসেবে নিযুক্ত করা হলেও দিল্লিতে পাঠায়নি ঢাকা। তবে, এবার মোদীর সাথে বৈঠকের পর ইউনূস সরকার হামিদুল্লাহকে নয়াদিল্লিতে পাঠাচ্ছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X