বাংলাহান্ট ডেস্ক : ভারত ও বাংলাদেশের (Bangladesh) মধ্যে যাত্রীবাহী ট্রেন (Train) চলাচল বন্ধ গত বছরের জুলাই মাস থেকে। তবে এবার হয়ত ফের ট্রেন চলাচল শুরু হতে পারে দুই দেশের মধ্যে। দুই দেশের মধ্যে ফের একবার যাত্রীবাহী ট্রেন চালানোর উদ্দেশ্যে সোমবার বৈঠকে বসতে চলেছেন দুই দেশের রেলের আধিকারিকরা।
ভারত বাংলাদেশ (Bangladesh) ট্রেন পরিষেবা
বাংলাদেশের (Bangladesh) রেলের আধিকারিকরা জানাচ্ছেন, ৩ দিনের এই বৈঠকে অগ্রাধিকারের সাথে পর্যালোচনা করা হবে দুই দেশের মধ্যে ট্রেন পরিষেবা চালু করার ব্যাপারে। বাংলাদেশে (Bangladesh) শেখ হাসিনা বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সূচনা হয় গত বছর জুলাই মাসে। তারপর থেকেই বন্ধ রয়েছে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালী এক্সপ্রেস।
শেষবার মিতালী এক্সপ্রেস ১৭ জুলাই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পৌঁছায় ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে। ১৮ তারিখ ঢাকা থেকে ট্রেনটির ছাড়ার কথা থাকলেও অশান্তির কারণে সেই ট্রেন আর ভারতের উদ্দেশ্যে যাত্রা করেনি। একই সময়ে নিরাপত্তাজনিত কারণে বন্ধ হয়ে যায় ঢাকা-কলকাতা রুটে চলা মৈত্রী এক্সপ্রেস এবং খুলনা-কলকাতা রুটে চলা বন্ধন এক্সপ্রেসের পরিষেবা।
আরোও পড়ুন : মহাকুম্ভে মা-বাবার সাথে সাক্ষাৎ অভয়ের? তবে কী এবার ঘরে ফেরার পালা? যা বললেন IIT বাবা…
আগেই ভারতের (India) তরফে জানানো হয়, বাংলাদেশের তরফ থেকে সবুজ সঙ্কেত মিললে ফের একবার তিনটি রুটে ট্রেন চালু করতে সমস্যা নেই। এই আবহে বাংলাদেশের তরফ থেকে যাত্রীবাহী ট্রেন চালু করার আগ্রহ জানানো হয়েছে। মূলত ৫ টি বিষয় নিয়ে বৈঠকে বসতে চলেছেন দুই দেশের রেল আধিকারিকরা। তারমধ্যে অগ্রাধিকার পাবে আন্তঃদেশীয় ট্রেনগুলির পুনরায় চালু করার বিষয়টি।
এই বৈঠকে অংশ নিতে দিল্লি এসে পৌঁছেছে বাংলাদেশের রেল মন্ত্রকের অতিরিক্ত সচিব জিয়াউল হকের নেতৃত্বে একটি দল। বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার সাংবাদিকদের বলেন, আলোচনার সফলতার বিষয়টি নিয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। তবে দুই দেশের মধ্যে ফের ট্রেন চালুর ব্যাপারে আগ্রহী তারা। আগরতলা-আখাউড়া রেল প্রকল্প-সহ অন্যান্য প্রজেক্ট নিয়েও আলোচনা হবে ৩ দিনের এই বৈঠকে।