বাংলাহান্ট ডেস্ক : ভারতে থেকেও ক্রমে কোণঠাসা হয়ে পড়ছেন বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র-গণ অভ্যুত্থানের জেরেই বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছিলেন তিনি। সেই থেকে এদেশেই আত্মগোপন করে রয়েছেন তিনি। ওদিকে হাসিনাকে বাগে পেতে মরিয়া বাংলাদেশ। মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরেই শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য বার্তা পাঠানো হয় ভারতের কাছে। এবার চাপ বাড়িয়ে বাংলাদেশের (Bangladesh) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে হাসিনার বিরুদ্ধে।
বাংলাদেশ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের (Bangladesh) হাতে শেখ হাসিনার কল রেকর্ড
গত জুলাই এবং অগাস্ট মাসে বাংলাদেশে (Bangladesh) ছাত্র গণ অভ্যুত্থান ঘিরে ঘটে যাওয়া হত্যাকাণ্ডে হাসিনার কল রেকর্ড এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে। সোমবার প্রসিকিউটরদের তরফে এমনটাই দাবি করা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ওই হত্যাকাণ্ডে জড়িত অন্যদের কল রেকর্ডও তাঁরা হাতে পেয়েছেন বলে জানিয়েছেন।
জরুরি তথ্য মিলল গুমের ব্যাপারে: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের (Bangladesh) তরফে আরো জানানো হয়েছে, জুলাই অগাস্ট মাসে গুমের ঘটনাগুলির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। তবে প্রসিকিউটররা এও অভিযোগ করেছেন, ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতা করা হচ্ছে।
আরো পড়ুন : ‘ছেড়ে চলে আসব…’, শ্যামলীর মতো ভুল ভুলেও নয়! রুবেলকে নিয়ে সাফ কথা শ্বেতার
গুরুতর অভিযোগ হাসিনার বিরুদ্ধে: উল্লেখ্য, বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময়কালে হত্যা, গুম সহ একাধিক অভিযোগে একশোর উপরে মামলা দায়ের করা হয়েছে বর্তমান তদারকি সরকারের তরফে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি হাসিনাকে হাজিরা দিতে হবে বাংলাদেশে।
আরো পড়ুন : যিশুর মেয়েকে বলিউডে লঞ্চ করছেন সলমন! জল্পনার অবসান ঘটালেন সারা নিজেই
ভারতে চলে আসা হাসিনাকে পেতে নয়াদিল্লির কাছে নোট ভারবাল পাঠানো হয়েছে বাংলাদেশের তরফে। তবে এ বিষয়ে এখনো কোনো জবাব দেয়নি ভারত। উপরন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে হাসিনার ভারতে থাকার মেয়াদ। এমতাবস্থায় বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির অপেক্ষা করা হবে। জবাব পাওয়ার পর সেই মতো নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ।