বাংলাহান্ট ডেস্ক : একদিকে জঙ্গি অনুপ্রবেশের শঙ্কা, অন্যদিকে চাষের জমিতে ‘চোর’এর উৎপাত। উভয় সমস্যায় জর্জরিত দেশ। আর দুই ক্ষেত্রেই সমস্যার কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে প্রতিবেশী বাংলাদেশ (Bangladesh)। সেখানে কার্যত অরাজকতার চূড়ান্ত পরিস্থিতি। নিজেদের দেশেই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ তদারকি সরকার। দিন রাত চলছে ভারতকে শাপশাপান্ত। অথচ প্রয়োজনের সময় সেই ভারতের কাছেই হাত পাতছে বাংলাদেশ। তবুও নেই শান্তি! এবার লুকিয়ে চুরিয়ে ভারতীয় ভূখণ্ডে থাকা ফসল কেটে নিয়ে পালাচ্ছে বাংলাদেশি (Bangladesh) অনুপ্রবেশকারীরা।
নদিয়ার তেহট্টে বাংলাদেশি (Bangladesh) অনুপ্রবেশকারীদের উৎপাত
জানা গিয়েছে, নদিয়ার তেহট্ট এলাকায় বাংলাদেশি (Bangladesh) লুটেরাদের উৎপাতে নাজেহাল ভারতীয় কৃষকরা। তেহট্ট থানার অন্তর্গত ভারত বাংলাদেশের সীমান্ত এলাকার সাহাপুরে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সমস্যা বেড়েছে। সীমান্ত পার করে এসে ভারতীয় কৃষকদের ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে তারা।
রাতে ফসল কেটে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা: জানা গিয়েছে, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্ত পেরিয়ে এদিকে আসছে অনুপ্রবেশকারীরা। ভারতীয় ভূখণ্ডে থাকা জমি থেকে ফসল কেটে নিয়ে পালাচ্ছে ওপারে। শুধু যে রাতেই এমন ‘ডাকাতি’ চলছে তা কিন্তু নয়। দিনের বেলাও চলছে ফসল চুরি। জানা গিয়েছে, বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতির কারণে গত কয়েক মাসে সীমান্তে বেড়েছে বিএসএফের নজরদারি। এমতাবস্থায় কাঁটাতার লাগোয়া জমিতে যেতেও ভারতীয় কৃষকদের দেখাতে হচ্ছে পরিচয়পত্র। এই সুযোগ নিয়েই জমিতে বাড়ছে বাংলাদেশিদের (Bangladesh) উৎপাত।
আরো পড়ুন : তারস্বরে মাইক বাজানো নয়! মসজিদ থেকে লাউডস্পিকার খুলে বিতর্কে জড়াল পুলিশ
সমাধান খুঁজছে বিএসএফ: সমস্যার সমাধানে বিএসএফের দ্বারস্থ হয়েছেন ভারতীয় কৃষকরা। তারপরেই সীমান্তে বেড়েছে নজরদারি। জানা যাচ্ছে, নদিয়ার বেশ কিছু জায়গায় কয়েক কিলোমিটার অঞ্চল এখনো কাঁটাতারহীন। সেসব জায়গা দিয়েই অনুপ্রবেশের আশঙ্কা তীব্র হয়েছে। এমতাবস্থায় ভারতীয় কৃষকদের জমি থেকে ফসল লুটের বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে বিএসএফ ফ্ল্যাগ মিটিংয়ে বসতে চলেছে বলে খবর। পাশাপাশি নাইট ভিশন ক্যামেরা এবং আরো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।
আরো পড়ুন : কার্ড ছাপলেও সলমনের সঙ্গে ভাঙে বিয়ে, কার জন্য? এত বছর পর বিষ্ফোরক সঙ্গীতা
প্রসঙ্গত, বিগত কয়েক সপ্তাহ ধরেই বাংলা এবং অসম থেকে একাধিক আনসারুল্লা বাংলা টিমের জঙ্গি ধরা পড়ছে। পাশাপাশি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের শরণার্থী হিন্দুদের অনুপ্রবেশের শঙ্কাও বেড়েছে। এর মাঝেই এই নতুন উৎপাতে চিন্তা বাড়ল বিএসএফের।