ছেড়ে কথা বলবেনা চিন! বাংলাদেশের এই ভুলেই ধমক বেজিংয়ের, নড়েচড়ে বসল ইউনূস সরকার

বাংলাহান্ট ডেস্ক : গলায় গলায় বন্ধুত্ব ভুলে বাংলাদেশের (Bangladesh) উপরে চটে লাল চিন। বাংলাদেশের দুটি স্কুল পাঠ্যবই এবং জরিপ অধিদফতরের ওয়েবসাইটে ভুল মানচিত্র দেখানোর অভিযোগ উঠেছে। বিতর্কিত মানচিত্রে জ্যাংনান প্রদেশ এবং আকসাই চিনকে ভারতের ভূখণ্ড বলে দেখানো হয়েছে। আর তাতেই রেগে আগুন চিন। এদিকে বেজিংয়ের রোষের মুখে পড়েই তটস্থ ঢাকা। তড়িঘড়ি মুখ খুলেছে ইউনূস সরকারের বিদেশ মন্ত্রক। চিনের আপত্তির বিষয়টি পর্যালোচনা করা হবে জানিয়েছেন তারা।

ভারতের সঙ্গে বাংলাদেশের (Bangladesh) সম্পর্কের অবনতি

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মানচিত্রের বিষয়টি পর্যালোচনা এবং পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের (Bangladesh) বিদেশ মন্ত্রকের তরফে। হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে বাংলাদেশের (Bangladesh)। বারংবার ভারতের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে বাংলাদেশের একাধিক ধর্মীয় এবং রাজনৈতিক নেতাদের। এমনকি যুদ্ধের জিগির শোনা গিয়েছে বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূসের মুখেও।

Bangladesh is concerned about china anger

চিনকে নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ: ভারত বাংলাদেশের (Bangladesh) মধ্যে যখন এমন পরিস্থিতি ঠিক তখনই সামনে এসেছে এই মানচিত্রের গণ্ডগোল। তাই চিনের আপত্তিকে গুরুত্ব দিয়ে বিষয়টি পর্যালোচনা করার বার্তা দিয়ে বাংলাদেশ (Bangladesh) নিজের অবস্থান স্পষ্ট করতে চাইছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরো পড়ুন : জব্বর খবর! গল্প ফুরোনোর আগেই নতুন মেগায় “বেঙ্গল টপার” নায়ক, ১ বছর পর কামব্যাক জি এর নায়িকার

মানচিত্র নিয়ে নয়া তথ্য: বাংলাদেশের (Bangladesh) সংবাদ মাধ্যম সূত্রে খবর, চিনের তরফে আপত্তি পেয়েই প্রথমে অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক যোগাযোগ করে বাংলাদেশের শিক্ষামন্ত্রক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সঙ্গে। তখনই শোনা যায়, দীর্ঘদিন ধরেই নাকি বাংলাদেশের (Bangladesh) পাঠ্যপুস্তক এবং জরিপ অধিদফতরের ওয়েবসাইটে মানচিত্র ওরকমই ছিল।

আরো পড়ুন : ধুঁকছে সিরিয়াল, অস্তগত TRP, ৩ বছর পুরনো মেগা নিয়ে এবার বড় সিদ্ধান্ত চ্যানেলের! হয়ে গেল শেষ শুটিং

আসলে মানচিত্রে চিন যে জায়গাটিকে জ্যাংনান প্রদেশ বলে দাবি করে সেটি আসলে ভারতের অরুণাচল প্রদেশ। কিন্তু বেজিং ইচ্ছা মতো নাম চাপিয়ে এলাকাটি নিজের বলে দাবি করে। তবে বিষয়টি নিয়ে কোনোদিনই মান্যতা দেয়নি নয়াদিল্লি। বরং অনেকদিন আগে চিনের উদ্দেশে কটাক্ষের সুরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, ‘প্রতিবেশী দেশের বিভিন্ন রাজ্যের নাম যদি আমরা পালটে দিই, তাহলে কি সেগুলো আমাদের হয়ে যাবে?’

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর