পরপর বিপদের খাঁড়া, ফের হাজির মহাসঙ্কট! ক্রমশ “শুকিয়ে যাচ্ছে” বাংলাদেশ, ব্যাপারটা কী?

বাংলাহান্ট ডেস্ক : এ যেন জলে কুমির, ডাঙায় বাঘ। বাংলাদেশের (Bangladesh) বর্তমান পরিস্থিতি এখন এমনই। প্রতিবেশী এই দেশের অর্থনৈতিক অবস্থা একেবারেই ধসে পড়ার জোগাড় হয়েছে। এদিকে দেশ জুড়ে অব্যাহত অরাজক পরিস্থিতি। নিজের দেশেই কোণঠাসা হয়ে পড়ছেন তদারকি সরকারের প্রধান মহম্মদ ইউনূস। এর মাঝেই আবার নতুন বিপদ এসে উপস্থিত। এবার কার্যত গলা শোকানোর অবস্থা হল বাংলাদেশের।

বাংলাদেশের (Bangladesh) রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেখানে জানা গিয়েছে, বাংলাদেশের (Bangladesh) অন্তত ৭৯ টি নদী প্রায় শুকিয়ে গিয়েছে বা শোকানোর পরিস্থিতিতে রয়েছে। বাংলাদেশের (Bangladesh) মোট ১,১৫৬ টি নদীর মধ্যে অন্তত ৭৯ টি নদীরই এখন এই অবস্থা। জানা গিয়েছে, এই সমস্ত নদীতেই প্রচুর পরিমাণে পলি জমা হয়ে রয়েছে, যে কারণে বিগত কয়েক বছরে নদীগুলির বড় অংশ কার্যত বিলীন হয়ে গিয়েছে।

bangladesh is slowly drying because of this

কী বলছেন গবেষকরা: ২০২৩ এর জানুয়ারি থেকে ২০২৪ এর ডিসেম্বর পর্যন্ত রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের প্রকাশিত তথ্যে জানা গিয়েছে, বিভিন্ন সংবাদ পত্রের প্রতিবেদন এবং বিভিন্ন গবেষণাপত্রের ভিত্তিতেই হয়েছিল এই সমীক্ষা। গবেষকরা বলছেন, সরকারের তৈরি করা নদীর নতুন তালিকার তথ্যের ভিত্তিতে করা হয়েছে এই গবেষণাটি। এখানে দেশের (Bangladesh) সমস্ত জেলা প্রশাসকদের থেকে তথ্যও নেওয়া হয়েছে। প্রধান গবেষক মহম্মদ আজাজ এ বিষয়ে বলেন, দেশের প্রায় ৭৯ টি নদী শুকিয়ে গিয়েছে বা শুকিয়ে যেতে বসেছে।

আরো পড়ুন : ছোটপর্দার ‘সূর্য’ থেকে সৃজিতের ‘শ্রীচৈন্যদেব’, সিনেমায় বাজিমাত করতে এই নায়কই অনুপ্রেরণা দিব্যজ্যোতির

কোথায় শোকাচ্ছে নদী: জানা গিয়েছে, এর মধ্যে খুলনা বিভাগে (Bangladesh) ২৫ টি, রাজশাহীতে ১৯ টি, রঙপুরে ১৪ টি, চট্টগ্রামে ৬ টি, ময়মনসিংহে ৫ টি এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগে যথাক্রমে ৪ ও ৩ টি করে নদী রয়েছে। তবে এই শুকোতে বসা নদীগুলির অধিকাংশই খুলনা, সাতক্ষীরা, রাজশাহী এবং কুষ্টিয়া এলাকায় রয়েছে। মূলত এই অঞ্চলগুলিতে দ্রুত নগরায়নের জেরে নদীর স্রোতের প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হচ্ছে। উপরন্তু নদীতে বাঁধের জেরেও বাধাপ্রাপ্ত হচ্ছে প্রাকৃতিক প্রবাহ। এর ফলে মূলত কৃষি, মৎস্যশিল্প সহ পণ্য পরিবহনেও বড়সড় ক্ষতির মুখে পড়ছেন বাংলাদেশীরা।

আরো পড়ুন : “সত্যি বললেই জেল বা খুন”, রুদ্রনীলকে টক শোতে ডাকাটাই কাল, যা হল বাংলাদেশি অভিনেতার সঙ্গে…

এই নদীগুলিতে জলের পরিমাণ অনির্দিষ্ট হয়ে পড়ায় জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি প্রভাব পড়ছে বন্যপ্রাণীদের উপরেও। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, একটি নদী শুকিয়ে যাওয়ার পেছনে প্রাকৃতিক থেকে কৃত্রিম সহ একাধিক কারণ থাকতে পারে। বর্তমানে তদারকি সরকার নির্বাচিত নদীগুলিকে পুনরুজ্জীবিত করায় উদ্যোগী হচ্ছে বলে খবর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর