দেশ সবার আগে! জাতীয় পতাকা প্রণাম করলে তবেই চেম্বারে প্রবেশ! বাংলাদেশি রোগীদের কড়া বার্তা ডাক্তারের

বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অপমান! এই নিয়ে ইতিমধ্যেই ওপার বাংলার (Bangladesh) রোগীদের থেকে মুখ ফেরাতে শুরু করেছে এপার বাংলার একাধিক চিকিৎসা প্রতিষ্ঠান। এই আবহে এবার বড় সিদ্ধান্ত নিলেন রাজ্যের এক চিকিৎসক। ভারতের জাতীয় পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করতে হবে ওপার বাংলার রোগীদের, স্পষ্ট জানালেন তিনি।

  • বাংলাদেশি (Bangladesh) রোগীদের নিয়ে নয়া সিদ্ধান্ত এই চিকিৎসকের!

একজন চিকিৎসকের (Doctor) মুখ্য কর্তব্য হল, রোগীর প্রাণ বাঁচানো। তবে দিনের শেষ তাঁরাও মানুষ! তাঁদের পক্ষেও নিজের দেশের জাতীয় পতাকার অপমান মেনে নেওয়া সম্ভব নয়। সেই কারণে বাংলাদেশি রোগীদের থেকে মুখ না ফিরিয়ে অভিনব সিদ্ধান্ত নিলেন শিলিগুড়ির চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায়।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগের স্পেশ্যাল মেডিক্যাল অফিসার শেখরবাবু। সেই সঙ্গেই শিলিগুড়িতে (Siliguri) নিজস্ব চেম্বার রয়েছে এই ইএনটি বিশেষজ্ঞের। বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকার অবমাননার পর নিজের চেম্বারের বাইরে, প্রবেশের মুখে একটি জাতীয় পতাকা লাগিয়েছেন তিনি। পাশাপাশি বাংলায় ছাপানো অক্ষরে একটি বার্তাও ঝুলিয়েছেন।

আরও পড়ুনঃ প্রস্তাবই সার! কতদূর এগোল জেলার সরকারি হাসপাতালের নিরাপত্তার কাজ? এবার সব ‘ফাঁস’

বাংলাদেশি রোগীদের (Bangladeshi Patient) উদ্দেশে সেই বার্তায় লেখা, ‘ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মায়ের সমান। এই পতাকাকে প্রণাম করে চেম্বারে ঢুকবেন। বিশেষত বাংলাদেশ থেকে আসা রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না’।

Bangladesh issue Siliguri doctors demands Bangladeshi patients to pranam National Flag

এই প্রসঙ্গে ডা. বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশের (Bangladesh) বুকে এদেশের জাতীয় পতাকা অবমাননার যে ঘটনা ঘটেছে, তাতে তিনি মর্মাহত। শেখরবাবুর কথায়, ‘বাংলাদেশে যেভাবে ভারতবর্ষের জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে, তাতে আমি মর্মাহত। একজন ডাক্তার হিসেবে কোনও রোগীকে আমি ফিরিয়ে দিতে চাই না। তবে আমাদের দেশে যারা আসবেন, তাঁদের আমাদের পতাকার সম্মান করতে হবে। আমাদের মাতৃভূমির সম্মান করতে হবে। দেখে মনে হচ্ছে, বাংলাদেশে তালিবানি ভাবধারা কায়েম হচ্ছে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর