পাকিস্তানের সঙ্গে সংঘাতের মাঝেই ‘বাড়াবাড়ি’ বাংলাদেশের, ভারত নিয়ে ইউনূসকে বার্তা জামাতের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ নিয়ে আপাতত ব্যস্ত ভারত। এদিকে এর মাঝেই নতুন উপদ্রব শুরু করল বাংলাদেশ (Bangladesh)। সম্প্রতি অবৈধ ভাবে এদেশে থাকা বাংলাদেশিদের ‘পুশব্যাক’ করে বিএসএফ। তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো হয় তাদের। বাংলাদেশে (Bangladesh) ফিরে গিয়ে নাকি অধিকাংশই দাবি করেছে, এতদিন গুজরাটে ছিলেন তারা। আর তারপরেই ‘অন্যায়ভাবে’ পুশব্যাকের বিরোধিতায় সরব হয়েছেন জামাতের আমির।

ভারতকে নিয়ে ইউনূসকে (Bangladesh) কড়া বার্তা

একদিকে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’, অন্যদিকে বাংলাদেশ সীমান্তেও অবৈধভাবে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পুশব্যাক করে বিএসএফ। এ বিষয়ে এবার সরব হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে বার্তা দিয়েছেন জামাতের আমির। ভারতের সামনে যেন দুর্বলতা না দেখানো হয়, এমনি বার্তা দিয়েছেন তিনি।

Bangladesh jamaat aamir says this to yunus

ভারতের বিরুদ্ধে সরব জামাতের আমির: জামাতের আমির শফিকুর রহমান সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, ‘অন্যায় ভাবে পুশ ইন এর নামে যে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য তৈরি হয়েছে তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে বাঁচতে চায়। মহান আল্লাহ ছাড়া আর কারোর সামনে আমরা মাথানত করব না। এ বিষয়ে আমাদের সরকার যেন কোনো দুর্বলতা না প্রকাশ করে। আগ্রাসনকে না বলুন’।

আরো পড়ুন : ‘গঠনমূলক’ আলোচনায় সাহায্যের জন্য তৈরি আমেরিকা, পাক সেনাপ্রধানের সঙ্গে কথা বললেন মার্কো রুবিও

বহু সংখ্যায় বাংলাদেশিদের পুশব্যাক ভারতের: রিপোর্ট বলছে, গত ৭ ই মে বাংলাদেশ (Bangladesh) সীমান্তেও চলে বড়সড় অ্যাকশন। মোট ১১০ জন অবৈধভাবে ভারতে থাকা বাংলাদেশিদের তাদের নিজেদের দেশে ফেরত পাঠায় বিএসএফ। কুড়িগ্রাম এবং খাগড়াছড়ি সীমান্ত দিয়ে পুশব্যাক করা হয় তাদের। এর জন্য খাগড়াছড়ির মাটি রাঙা এবং পানছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত যাওয়া মোট ৬৬ জন এর আগে ছিল গুজরাটে।

আরো পড়ুন : সুদর্শন চক্র থেকে ভারতের এয়ারবেস ধবংস করার সব দাবি ‘ভুয়ো’, পাকিস্তানের মুখোশ খুলে দিলেন বিদেশ সচিব

কুড়িগ্রাম দিয়ে ফেরত পাঠানোদের মধ্যে বাংলাদেশী (Bangladesh) এবং রোহিঙ্গারাও রয়েছে বলে খবর। সেই ৪৪ জন বাংলাদেশী এবং রোহিঙ্গাকে অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছে বলে খবর। এদের মধ্যে ৩০ জনকে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে বাকি ১৪ জনকে ভুরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে পুশব্যাক করা হয়েছে। কিছুদিন আগেই নদিয়া দিয়ে মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জন বাংলাদেশীকে ফেরত পাঠানো হয়েছিল নিজেদের দেশে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X