পুলিশের জালে ফের অবৈধ বাংলাদেশি! ভারতে ঢুকে যা করছিলেন…. জানলে চমকে উঠবেন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আবারো পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশি। এবার মুম্বাই থেকে ওই বাংলাদেশের (Bangladesh) বাসিন্দাকে গ্রেফতার করা হয়। তবে ব্যাপারটা এইখানেই শেষ হয়ে যায়নি। মুম্বাইয়ের (Mumbai) কামাথিপুরা এলাকায় বসবাসকারী ওই মহিলা সরকারি প্রকল্প লাড়কি বহিন যোজনায় টাকা পর্যন্ত নিতেন।

বাংলাদেশের (Bangladesh) অবৈধ নাগরিক গ্রেফতার

ইতিমধ্যেই এই যোজনার জন্য আবেদন করেছেন তিনি। সুবিধাও গ্রহণ করতেন। একটি অভিযানের সময় এই তথ্য জানতে পেরেছে মুম্বাই পুলিশ। পুলিশ দক্ষিণ মুম্বাইয়ের কামাথিপুরা এলাকা থেকে ৬ জনকে গ্রেফতার করেছে। তার মধ্যে ৫ জন হলেন বাংলাদেশের (Bangladesh) নাগরিক এবং অন্যজন হলেন দালাল।

Bangladesh illegal lady arrested Mumbai

তাদেরই মধ্যে এক মহিলাকে প্রধান অপরাধী হিসেবে মনে করছেন পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই জোরদার তদন্ত শুরু হয়েছে। বিধানসভার নির্বাচন ২০২৪ এর পূর্বে ২৫ থেকে ৬৫ বছর বয়সী মহিলাদের জন্য লাড়কি বহিন যোজনা চালু করেছিলেন মহারাষ্ট্র সরকার। সেই প্রকল্পের আওতায় মহিলাদের প্রতি মাসে ১৫০০ টাকা করে অনুদান দেওয়া হয়।

আরোও পড়ুন : “চিনের ওপর ভরসা নেই….” ভারতীয়দের সতর্ক করলেন খোদ Samsung-র CEO, স্পষ্ট জানালেন….

যোজনার নিয়ম মেনে আবেদন করেননি ৪ লক্ষ ৫০ হাজার মহিলা। এছাড়াও প্রতারণা সহ অপব্যবহারের ঘটনাও সামনে এসেছে ইতিমধ্যেই। সুবিধাভোগী মহারাষ্ট্রের বাসিন্দা হলে তবেই লাড়কি বহিন যোজনার অধিকার পাবেন।

আরোও পড়ুন : জানেন না অনেকেই! শুধুমাত্র আধার কার্ড থেকেই মিলবে হাজার হাজার টাকা, কীভাবে করবেন আবেদন?

কিন্তু যদি সেই সুবিধাভোগী বিবাহ সূত্র কিংবা অন্য কোনও কারণে রাজ্যের বাইরে চলে যান, তবে তিনি এই যোজনার অধিকারী হবেন না। মহিলার ডোমিসাইল মহারাষ্ট্রে থাকতে হবে। অন্য কোনও রাজ্য থেকে আসা মহিলারা এই যোজনায় আবেদন করতে পারবেন না।

Bangladesh illegal lady arrested Mumbai

২৬ জানুয়ারি থেকে লাড়কি বহিন যোজনার সপ্তম কিস্তির টাকা মহিলাদের একাউন্টে পাঠাতে শুরু করেছে মহারাষ্ট্র সরকার (Maharashtra Government)। লাড়কি বহিন পেমেন্ট ২,১০০ টাকা বাড়ানোর জন্য একটি বাজেট প্রস্তাব করার কথা বলেছিলেন মহারাষ্ট্রের মন্ত্রী বিকে পাটিল। তা যদি অনুমোদিত হয় তবে ২০২৫ এর মার্চ মাস থেকে সেই টাকা একাউন্টে বিতরণ করা হবে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X