শুরু হয়ে গেল আসল খেলা! বাংলাদেশ থেকে মুখ ফেরালেন ট্রাম্প, বিরাট সঙ্কটে ইউনূস সরকার

বাংলাহান্ট ডেস্ক : ক্ষমতায় ফিরেই পরপর বিরাট সিদ্ধান্তে ঝড় তুলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন এবং নাগরিকত্ব নীতির পর এবার বিদেশি আর্থিক সাহায্য নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প, যার জেরে এবার কার্যত মাথায় হাত দিয়ে বসার জোগাড় হয়েছে বাংলাদেশের (Bangladesh)। মাত্র দুটি রাষ্ট্র ছাড়া আর সব দেশকেই আর্থিক সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নয়া ট্রাম্প প্রশাসন। আর এর জেরেই বড়সড় বিপদে পড়তে চলেছে মহম্মদ ইউনূসের দেশ।

ট্রাম্পের সিদ্ধান্তে মাথায় হাত বাংলাদেশের (Bangladesh)

এমনিতেই প্রবল আর্থিক সঙ্কটে হাঁসফাঁস অবস্থা বাংলাদেশের। আমেরিকার টাকায় বাংলাদেশের (Bangladesh) অনেক কাজই সম্পন্ন হত। ট্রাম্পের সিদ্ধান্তে সেসব কাজ এবার বন্ধ হতে বসেছে। মার্কিন সাহায্য সংস্থা USAID এর অর্থায়নে বাংলাদেশের (Bangladesh) সমস্ত প্রকল্প অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ একাধিক ক্ষেত্রে আমেরিকা অর্থ সাহায্য করে এসেছে এতদিন। কিন্তু ট্রাম্প এসেই অর্থ বরাদ্দ বন্ধ করায় সেই সমস্ত প্রোজেক্ট এবং কর্মসূচি বন্ধ হয়ে যেতে পারে।

Bangladesh lands in big trouble because of Donald Trump

কী নির্দেশ মার্কিন সংস্থার: USAID এর বাংলাদেশ (Bangladesh) কার্যালয়ের পরিচালক সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ সমস্ত স্থানীয় উন্নয়ন সংগঠনের জন্য নির্দেশ জারি করে চিঠি দেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সংস্থাটির সঙ্গে চুক্তির আওতাধীন সমস্ত প্রকল্প এবং কর্মসূচির মার্কিন অংশের ব্যয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ওই পত্রে।

আরো পড়ুন : সবার সামনেই পারুলকে কষিয়ে থাপ্পড় রায়ানের! বাস্তবেও তিক্ততা জন্তু-তিরপিন্ডের মধ্যে?

মার্কিনি মদতে পুষ্ট হয়েছে বাংলাদেশ: উল্লেখ্য, গত বছর মার্কিন দূতাবাস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, বিগত ৫০ বছরেরও বেশি সময় ধরে জনস্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ৮ বিলিয়ন ডলারেরও বেশি আর্থিক সহায়তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আরো পড়ুন : ক্ষমতায় ফিরেই শুরু অ্যাকশন! ট্রাম্পের একটি সিদ্ধান্তেই হাহাকার বিশ্বজুড়ে

সরকারি তথ্য অনুযায়ী, বিচ্ছিন্ন ভাবে বাংলাদেশে (Bangladesh) ২০২১ সালে ৫০০ মিলিয়ন ডলার, ২০২২ এ ৪৭০ মিলিয়ন ডলার, ২০২৩ সালে ৪৯০ মিলিয়ন ডলার এবং ২০২৪ সালে ৪৫০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিয়েছে আমেরিকা। এবার সেই পথ বন্ধ হওয়ায় গুরু সঙ্কটে পড়তে চলেছে বাংলাদেশ।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর