বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২০০৭ ওডিআই বিশ্বকাপের কথা অনেকেরই মনে আছে। ভারতীয় সমর্থকদের কাছে সেই বিশ্বকাপ দুঃস্বপ্নের মতো। ওই বিশ্বকাপেই ১৭ বছরের এক কিশোর ততদিনে তারকায় পরিণত হওয়া ভারতীয় পেসার জাহির খানের বিরুদ্ধে ডাউন দ্য উইকেটে এসে বলটিকে ফেললেন গায়ানার স্টেডিয়ামের বাইরে৷ ধারাভাষ্যকারের চেয়ারে বসা ইয়ান বিশপ তখন বলে উঠলেন “অবাক হয়ে যাচ্ছি, ১৭ বছরের বাচ্চাটা জাহিরকে বিন্দুমাত্র সম্মান প্রদর্শন করছে না।” হয়তো আজ অবধি বেশিরভাগ বাংলাদেশ ক্রিকেট ভক্তর মনে ওই মুহূর্তগুলোই বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের সেরা মুহূর্ত হিসেবে ধরা রয়েছে।
তবে শুধু বাংলাদেশের মানুষের কাছেই নন, সমস্ত ক্রিকেট অনুরাগীদের কাছেই অত্যন্ত প্রিয় ছিলেন বাংলাদেশী এই ওপেনার। সাকিব আল হাসানের মতো বারংবার মেজাজ হারানোর ঘটনা নেই, নেই মুশফিকুর রহিমের মতো শিশুসুলভ কাজ করে মনোযোগ আকর্ষণের চেষ্টা। বরাবরই সকলের গুড বুকে থাকা সেই তামিম আজ যখন আচমকা অবসর ঘোষণা করলেন তখন অনেকেই চমকে গিয়েছিলেন।
২০১০ সালে লর্ডসের মাটিতে সেঞ্চুরি কিংবা কেভিন পিটারসেনের তাচ্ছিল্যের জবাবে ওল্ড ট্রাফোর্ডের সেঞ্চুরি থেকে ২০১২ এশিয়া কাপের দুর্দান্ত ৪ অর্ধশতরান, নিজের ক্যারিয়ারে মনে রাখার মত অসংখ্য মুহূর্ত উপহার দিয়েছেন তামিম। তার অবসরের পর এখন সেই মুহূর্তগুলোই অত্যন্ত দামি ক্রিকেট সমর্থকদের কাছে।
আজ চট্টগ্রামে নিজ উদ্যোগে ডাকা এক সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। এই সংবাদ সম্মেলন নিয়ে অবগত ছিল না বিসিবি। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, তামিমের সাথে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন সভাপতি নাজমুল হাসান পাপন সহ বিসিবির নীতি নির্ধারনী পর্যায়ের কর্তারা।
সামনেই রয়েছে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। এই মুহূর্তে বাংলাদেশ আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত এবং সেখানে তাদের অবস্থা খুব একটা ভালো নয়। তার মধ্যেই তার এই অবসর ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবকাল মহল। আজ নিজের অবসরের কথা ঘোষণা করতে গিয়ে চোখের জল আটকাতে পারেননি তিনি। নিজের ক্রিকেট কেরিয়ারটা নিজের বাবার জন্যই সাজিয়ে তুলেছিলেন তামিম।
দেশে জার্সিতে সব ফরম্যাট মিলিয়ে খেলেছিলেন ৩৮৯ ম্যাচ। নামের পাশে রয়েছে ১৫,০০০-এর বেশি আন্তর্জাতিক রান। বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরাদের মধ্যে একজন এবং সম্ভবত সেরা ওপেনার। তবে ব্যাপারটা নিয়ে আরো কিছু সত্যি প্রকাশ্যে আসা হয়তো এখনো বাকি রয়েছে।