বাংলা হান্ট ডেস্ক : বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় হয় বাংলাদেশের। হতাশ হয় বাংলাদেশ সমর্থকেরা।বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরই শ্রীলঙ্কায় পাড়ি দেয় বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ জেতার আশায় ছিল তারা। বাংলাদেশ সমর্থকেরাও সেই আশাই করেছিলো। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাল খেলার অঙ্গীকারও করেছিলেন বাংলাদেশের দলের ক্রিকেটাররা। এমনকী, শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে হুঙ্কারও ছেড়ে রেখেছিলেন তাঁরা। কিন্তু বাস্তবে তা তো হলোই না বরং যা হলো তাতে নিরাশ বাংলাদেশের সমর্থকরা। ঘরের শ্রীলঙ্কা র ফর্মে র সামনে সোজা হয়ে দাড়াতেই পারলনা বাংলাদেশ।
দুই ম্যাচে হার। ইতিমধ্যে একদিনের সিরিজ খুইয়েছে বাংলাদেশ। আজ তৃতীয় ম্যাচে হারলেই চুনকাম হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের। শেষ ম্যাচে হার এড়াতে দলে র ফরম্যাটে একাধিক পরিবর্তন করেছে বাংলাদেশ। বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে নেওয়া হয়েছে দলে। এছাড়া রুবেল হোসেনকেও দলে নেওয়া হয়েছে। তবে বাংলাদেশের বিরুদ্ধে শুরুটা খারাপ করেনি শ্রীলঙ্কা।সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় শ্রীলংকা শেষ ম্যাচে দলে বড়সড় পরিবর্তন করেছে। লাহিরু থিরিমান্নের জায়গায় সেহান জয়সুরিয়াকে নেওয়া হয়েছে। দাশুন সানাকাকে দলে নেওয়া হয়েছে। বাদ পড়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা। ইসুরু উদানার জায়গায় দলে ঢুকেছেন অনিন্দু হাসারাঙ্গা। এছাড়া নুয়ান প্রদীপের জায়গায় কাশুন রাজিথা এসেছেন।এবার বাংলাদেশের পরিস্থিতি কি হয় তা বোঝা যাবে ম্যাচের পরেই।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার