বাংলা হান্ট ডেস্কঃ পরপর তিনটি ম্যাচে হেরে বাংলাদেশ (Bangladesh) টি-২০ বিশ্বকাপের নকআউট পর্ব থেকে বিদায় জানালো। বাকি খেলাগুলি নিয়ম রক্ষার ম্যাচ হিসেবে খেলতে হবে টাইগারদের। শারজাহতে সুপার ১২-র ম্যাচে দু’বারের চ্যাপিয়ন ওয়েস্ট ইন্ডিজের (west indies) কাছে শেষ বলে গিয়ে হার স্বীকার করতে হল বাংলাদেশের। ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেট খুইয়ে ১৪২ রান করেছিল। অন্যদিকে বাংলাদেশের টিম হাতে পাঁচ উইকেট থাকা স্বত্বেও রান তুলতে পারেনি। ১৩৯ রান করে বাংলাদেশ ব্র্যাভোদের সামনে হার স্বীকার করে নেয়।
ভালো বোলিং করে ২০ ওভারে ব্রাভোদের ১৪২ রানে বেঁধে রাখতে সক্ষম হয়েছিল সাকিবরা। কিন্তু ব্যাট করতে নেমেই পরপর দুই উইকেট খুইয়ে ব্যাকফুটে চলে যায় টাইগাররা। সৌম্য দাসের অনবদ্য ইনিংসও বাংলাদেশকে হারের মুখ থেকে তুলে আনতে পারেনি।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পূরণ ২২ বলে ৪০ রান বানিয়ে বাংলাদেশের বোলিং লাইনআপ ভেঙে দেয়। ৪টি ছয় আর একটি ৪ মেরে নিকোলাস ওয়েস্ট ইন্ডিজকে সম্মানজনক স্কোরে নিয়ে যায়।
সুপার ১২-তে বাংলাদেশ যেই গ্রুপে পড়েছে। সেটিকে কার্যত গ্রুপ অফ ডেথও বলা যায়। কারণ ওই গ্রুপে দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা রয়েছে। বর্তমানে ওই গ্রুপের শীর্ষে রয়েছে ইংল্যান্ড। আর তিনটির মধ্যে তিনটি ম্যাচ হেরে গ্রুপের একদম নীচে রয়েছে বাংলাদেশ।