সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে কলেজ ছাত্রীকে বিয়ে! পরে জানা গেল বর আসলে পান বিক্রেতা

বাংলা হান্ট ডেস্কঃ আজকালকার দিনে মোবাইল ফোনে পরিচয় এর মাধ্যমে বহু জালিয়াতির খবর সামনে আসে। তবে আজ যে ঘটনার কথা আপনাদের বলবো সেটি সকল সীমাকে ছাড়িয়ে গেছে। ঘটনাটি বাংলাদেশের বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের জিয়েলগাড়িপাড়া গ্রামে ঘটেছে বলে জানা যাচ্ছে।

এক কলেজছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের পর থেকে কথা বলা শুরু করে এক ব্যক্তি এবং ধীরে ধীরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফোনে নিজেকে এসআই পদে কর্মরত পুলিশ বলে পরিচয় দেয় গোপালগঞ্জ জেলার দিস্তাই গ্রামের ছেলে উৎপল মণ্ডল। এবং পরবর্তীতে তাদের সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গিয়ে ঠেকে। তবে বিয়ের পরেই শ্বশুরবাড়ির বেশকিছু মানুষ তাকে সন্দেহ করা চালু করে এবং এরপরেই সামনে আসে ভয়ঙ্কর সত্য।

   

কলেজ ছাত্রীর পরিবারের সদস্য এবং এলাকাবাসীরা জানায় তাদের মেয়ের সঙ্গে মোবাইলে পরিচয় ঘটে উৎপলের এবং সেই সময় সে নিজেকে কিশোরগঞ্জ এসপি অফিসের অধীনে বাংলাদেশ পুলিশের এসআই বলে পরিচয় দেয়। ভুয়ো আইডি কার্ডও প্রদর্শন করে সে। এইভাবে ভুয়ো পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে এবং পরবর্তীকালে বিয়ে সম্পন্ন হয়। পরে মেয়েটি পরিবারের কাছে এসব কথা বললে তাদের সন্দেহ হয় এবং উৎপলকে জিজ্ঞাসাবাদ করায় শেষ পর্যন্ত সে সত্যি কথা স্বীকার করে। জানা যায়, সে আসলে পান বিক্রেতা। জানা যাচ্ছে, এরপরেই তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সমর্পণ করা হয়।

থানায় অভিযোগ জানানোর পর তদন্ত করে জানা গেছে উৎপল নামের ব্যক্তি এর আগে আরেকটি বিয়ে করেছিলো। এই সকল তথ্য জানার পরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং মামলাটি আরো খতিয়ে দেখছে বলে জানা যাচ্ছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর