বাংলাদেশে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯, এখনও নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার গভীর রাতে বাংলাদেশে ঘটে যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড আর তার জেরেই বর্তমানে কমপক্ষে 49 জনের মৃত্যু হয়েছে বলে খবর। গতকাল বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কন্টেনার ডিপোতে আগুন লেগে যাওয়ার কারণে তা অতি শীঘ্র ছড়িয়ে পড়ে চারদিকে। বর্তমানে এই ঘটনার পর 20 ঘন্টা পেরিয়ে গেলেও পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসেনি। ইতিমধ্যেই কমপক্ষে 49 জনের মৃত্যু হলেও এই সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। উক্ত স্থানের একাধিক মানুষ ছাড়াও পুলিশ এবং দমকলের কর্মীরাও এক্ষেত্রে গুরুতর জখম হয়েছেন। দেড়শো জনেরও বেশি আহতদের তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিন বিকালেও দমকল কর্মী দ্বারা ঘটনাস্থলে তোড়জোড় করতে দেখা মিলেছে। কয়েকটি জায়গায় আগুন জ্বলার পাশাপাশি ধোঁয়া বেরোতেও দেখা যায়।

সূত্রের খবর, গতকাল রাত এগারোটার পর আচমকাই সীতাকুণ্ডে এক কন্টেনার ডিপো বা রাসায়নিক গুদামে পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে আর সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। পুলিশের মতে, কন্টেনারে রাখা রাসায়নিক পদার্থে বিস্ফোরণ ঘটার ফলে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এই বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিলো যে, সম্পূর্ণ ডিপো ছারখার করার পাশাপাশি বেশ কয়েকটি বাড়ি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়।

Bangladesh fire

জানা যায়, আগুন লাগার খবরটি সামনে আসার পরেই শোরগোল পড়ে যায় সর্বত্র এবং এরপর ঘটনাস্থলে হাজির হয় দমকলের বিশাল বাহিনী। এক্ষেত্রে তাদের 19 টি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ করে। পরবর্তীকালে আরো 6 টি ইঞ্জিন এসে পৌঁছায়। তবে দীর্ঘ প্রচেষ্টার পর সেই আগুন অনেকাংশে নেভানো গেলেও ঘটনাস্থলে আহত হয় পড়েন পুলিশ এবং দমকল বাহিনীর একাধিক কর্মী।

Sayan Das

সম্পর্কিত খবর