বাংলাহান্ট ডেস্ক : ২০২৪ সালে বাংলাদেশ (Bangladesh) সাক্ষী থেকেছে এক আমূল পরিবর্তনের। সরকারি চাকরিতে কোটা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের রাজপথে নামে ছাত্র সমাজ। তবে সেই ছাত্র আন্দোলন যে বাংলাদেশের রাজনৈতিক পটচিত্রটাই বদলে দেবে, তার আঁচ হয়ত করতে পারেননি কেউই।
বাংলাদেশের (Bangladesh) ক্ষমতায় কিভাবে এলেন ইউনূস ?
তীব্র ছাত্র আন্দোলনের চাপে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা (Sheikh Hasina)। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বোন রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। হাসিনা পরবর্তী যুগে বাংলাদেশের শাসনভার কে তুলে নেবেন তা নিয়ে শুরু হয় জল্পনা। এই আবহে বিভিন্ন মহল থেকে সামনে আসতে শুরু করে নোবেল জয়ী মহম্মদ ইউনূসের নাম।
আরোও পড়ুন : আমূল বদল! সরস্বতী পুজোয় দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ঝেঁপে বৃষ্টি? আবহাওয়ার আগাম খবর
তবে মহম্মদ ইউনূসকে (Mohammad Yunus) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে বেছে নিয়েছিলেন কারা? কাদের উপদেশেইবা অস্থির বাংলাদেশের (Bangladesh) প্রধানের চেয়ারে বসানো হয় ইউনূসকে? এবার যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে নিজেই সে কথা জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূস।
আরোও পড়ুন : কেমন হল এবারের বাজেট? নির্মলার ভূয়সী প্রশংসা করে বড় প্রতিক্রিয়া দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইউনূস বলেন, ‘প্যারিসের হাসপাতালে থাকাকালীন আমি বাংলাদেশ থেকে ছাত্রদের ফোন পাই। সে দিন আমার ছোট্ট একটি অস্ত্রোপচার হচ্ছিল। তবে নিয়মিত আমি বাংলাদেশের আপডেট রাখতাম। আমাকে ছাত্ররা বলেছিলেন, শেখ হাসিনা চলে গিয়েছেন। এখন আমাদের সরকার গঠন করতে হবে। ছাত্ররাই আমাকে সরকার গঠনের প্রস্তাব দেন।’
এরই সাথে ইউনূসের আরো বক্তব্য, ‘ছাত্রদের আমি বলেছিলাম, আমি সেই মানুষ নই। আমি এর সঙ্গে যুক্ত হতে চাই না।’ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দাবি করেন, ছাত্রদের তিনি বিকল্প কাউকে খোঁজার কথাও বলেছিলেন। তাঁর কথায়,‘আমি বলেছিলাম অন্তত একটা দিন চেষ্টা করে দেখো। যদি কাউকে না পাওয়া যায় আমাকে ২৪ ঘণ্টা পরে ফোন করো। ছাত্ররা আমায় পরে ফোন করেছিলেন।’ ইউনূস জানান, শেষমেষ তিনি ছাত্রদের দাবিকেই মান্যতা দেন। ভাবনাচিন্তার পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে রাজি হন তিনি।