নদীতে ভাসছিল জাহাজ, পুলিশ পৌঁছাতেই যা দেখল… বাংলাদেশের ঘটনায় শিহরিত গোটা বিশ্ব

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান পরিস্থিতির জেরে বারে বারে সংবাদ শিরোনামে জায়গা করে নিচ্ছে বাংলাদেশ (Bangladesh)। সেখানে সরকার পতন এবং নতুন তদারকি সরকার গঠনের পর থেকে প্রায়ই সংখ্যালঘুদের উপরে অত্যাচার, নির্যাতনের খবর পাওয়া যাচ্ছে। কিন্তু এবার যা ঘটল তা দেখে কার্যত শিউড়ে উঠেছে গোটা বিশ্ব। একসঙ্গে পাঁচ পাঁচজনের মৃতদেহ মিলেছে নদীতে ভাসমান এক জাহাজ থেকে।

বাংলাদেশের (Bangladesh) নৌ জাহাজ থেকে উদ্ধার মৃতদেহ

বাংলাদেশের (Bangladesh) চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীর উপরে একটি জাহাজ থেকে পাঁচজনের মৃতদেহ মিলেছে। এমভি আল বাখেরা নামে জাহাজটি নদীতে থেমে থাকা অবস্থায় ভাসমান ছিল বলে জানা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাংলাদেশের (Bangladesh) কোস্টগার্ড এবং নৌ পুলিশের সদস্যরা।

Bangladesh navy police found this situation in a ship

কী জানাল পুলিশ: নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, ওটি একটি পণ্যবাহী নৌ জাহাজ। চাঁদপুর সদর থানার অন্তর্গত মেঘনা নদীতে জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল। সেটিতে সার পরিবহন করা হচ্ছিল বলে খবর।

আরো পড়ুন : কিছুদিন আগেই পা দিয়েছেন ৯০-এ, শেষ কাজ অসমাপ্ত রেখেই বিদায় নিলেন পরিচালক শ্যাম বেনেগাল

খবর পেয়েই পৌঁছান তারা: পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাহাজটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। শত্রুতা থেকে এই ঘটনা ঘটেছে বলে অনুমান করছেন তাঁরা। পুলিশ (Bangladesh) সুপার জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়েই জাহাজটির কাছে পৌঁছান তাঁরা।

আরো পড়ুন : পরীক্ষায় অসফল হলেই….পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাশ-ফেল ফেরাচ্ছে সরকার, জারি হল বিজ্ঞপ্তি

পুলিশ জাহাজে পৌঁছে পাঁচটি কক্ষে পাঁচজনের রক্তাক্ত মৃতদেহ খুঁজে পায়। বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। মৃতরা ওই জাহাজের চালক এবং অন্য কর্মী বলে মনে করা হচ্ছে। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর