পরিস্থিতি মোটেও নয় অনুকূল! বাংলাদেশের নতুন নোটে “প্ল্যান চেঞ্জ” ইউনূসের

বাংলাহান্ট ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশের (Bangladesh) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শেষ স্মৃতিচিহ্নটুকুও রাখতে নারাজ সেদেশের উগ্রপন্থীরা। এই আবহে অনেকেই ভেবেছিলেন বাংলাদেশের (Bangladesh) নতুন মুদ্রা থেকেও হয়ত মুছে যাবে বঙ্গবন্ধুর অবয়ব।

আসছে বাংলাদেশের (Bangladesh) নতুন মুদ্রা

তবে জানা যাচ্ছে, ঈদ-উল ফিতর উপলক্ষে বাংলাদেশ ব্যাঙ্ক যে নতুন নোট বাজারে ছাড়বে তার সম্পর্কে প্রকাশ্যে এল নয়া আপডেট। ১৯৭১ সালে পাকিস্তানের থেকে স্বাধীনতা লাভ করার পর, বাংলাদেশের মুদ্রায় ১৯৭২ সাল থেকে স্থান পেয়ে আসছে মুজিবুর রহমানের ছবি। তবে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছিল, বিভিন্ন মুদ্রা থেকে সরিয়ে দেওয়া হবে বঙ্গবন্ধুর অবয়ব।

আরোও পড়ুন : কাজ করছে না কোনও প্ল্যান! ভারতের এই একটি চালেই শোচনীয় অবস্থা পাকিস্তানের

বাংলাদেশ ব্যাঙ্ক (Bangladesh Bank) আগামী ১৯ শে মার্চ বাজারে নতুন নোট (Note) ছাড়বে ঈদ-উল ফিতর উপলক্ষে। সেই নতুন টাকাতেও (Bangladeshi Taka) থাকবে বঙ্গবন্ধুর ছবি। বর্তমানে বাংলাদেশের (Bangladesh) বাজারে যে কটি মুদ্রা ও নোট প্রচলিত রয়েছে সেগুলিতে বহাল রয়েছে বঙ্গবন্ধুর (Sheikh Mujibur Rahman) অবয়ব।

আরোও পড়ুন : দুয়ারে দাঁড়িয়ে গ্রীষ্ম! পানীয় জল অপচয় করলেই পকেট হবে ফাঁকা, কড়া “শাস্তি”-র ঘোষণা এই শহরে

এরই মধ্যে বাংলাদেশ ব্যাঙ্ক আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে নতুন নোট ছাড়ার ঘোষণা করেছে। জানা যাচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে ৫, ২০ ও ৫০ টাকার নোটে। এমনকি পুরনো নকশাই বহাল থাকবে ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোটেও। কেন্দ্রীয় ব্যাঙ্কের কর্মকর্তারা জানান, নতুন করে নোট ছাপানো হবে না। কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছে প্রচুর সংখ্যক নোট ছাপানো রয়েছে।

Bangladesh new currency present update

সেগুলিকেই বাজারে ছাড়া হবে ঈদ-উল ফিতর উপলক্ষে। বাংলাদেশ ব্যাঙ্কের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের  এক কর্মকর্তা জানান, ‘এই মুহূর্তে আমাদের কাছে প্রায় ২০ হাজার কোটি টাকার নতুন নোট রয়েছে। শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত এসব নোট পর্যায়ক্রমে বাজারে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে।’

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর