ভারতকে চাপে ফেলতে নতুন কৌশল? বাংলাদেশের সেনা শীর্ষ কর্তা গোপনে পৌঁছলেন পাকিস্তান

বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডিতে বৈঠকে হাজির বাংলাদেশের (Bangladesh) সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামর-উল-হাসান এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। আর এই বৈঠকে, বাংলাদেশ এবং পাকিস্তান ভাতৃপ্রতিম দেশ হিসেবে নিজেদের স্বীকৃতি দিয়েছে।

ভারতকে চাপে ফেলতে বাংলাদেশ (Bangladesh) ও পাকিস্তানের ছক

পাশাপাশি বাইরের শক্তির প্রভাব থাকলেও দুই দেশের সম্পর্ক সবসময় দৃঢ় রাখার অঙ্গীকার করা হয়েছে বলে জানা গিয়েছে আইএসপিআরের বিবৃতিতে। শুধু তাই নয়, প্রতিরক্ষা বিষয়ক যেকোনো কাজে দুই দেশের মধ্যে সেনাবাহিনী আদান-প্রদান সহযোগিতা সহ অংশীদারিত্বের মাত্রা বৃদ্ধির ব্যাপারেও আলোচনা হয়েছে বলে খবর।

Bangladesh new plan against India

পাকিস্তান (Pakistan) এবং বাংলাদেশের (Bangladesh) প্রতিরক্ষা বাহিনীর মধ্যে সহযোগিতা পূর্ণ বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে এশিয়া অঞ্চলে নিরাপত্তা সীমান্ত সুরক্ষা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। একথা জানান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির।

আরোও পড়ুন : ফের ঝটকা! এবার লাফিয়ে বাড়ল LPG সিলিন্ডারের দাম, মাথায় হাত মধ্যবিত্তদের

পাকিস্তানের সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেছেন বাংলাদেশের পিএসও লেফটেন্যান্ট জেনারেল কামর-উল-হাসান। উল্লেখ্য, ভারতের সঙ্গে যথেষ্টই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বাংলাদেশের আওয়ামী লিগ সরকারের। গত ১৫ বছর ধরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে ছিল এতদিন।

আরোও পড়ুন : OMG! লিখবেন উল্টে, তবুও সোজাই দেখাবে ভারতের এই ভাষা! জানেন কোনটি ?

দেশের সেনাবাহিনীর মধ্যেও সেভাবে বনিবনা ছিল না। গতবছর অগাস্টে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারিয়ে ভারতে (India) আশ্রয় নিয়েছেন। এভাবেই পতন ঘটেছে আওয়ামী লিগ সরকারের। বর্তমানে সে দেশের শাসন কার্য চালাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস।

Bangladesh new plan against India

একদিকে আওয়ামী লিগ সরকারের পতন আর অন্যদিকে, অন্তর্বর্তী সরকার গঠন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরো ভালো করে তুলেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে। দুই দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি এবং বাণিজ্যিক জাহাজও চলাচল করে বর্তমানে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর