ভালো নেই বদলের বাংলাদেশ! হু হু করে বাড়ছে দারিদ্র্যের হার, সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট

বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশের (Bangladesh) জন্মলগ্ন থেকে শুরু করে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা, সবকিছুই ঘটেছে মহম্মদ ইউনূসের চোখের সামনেই। তবু হাসিনার সরকারের পতনের পর থেকে দেশের হাল ধরার চেষ্টা করলেও আমজনতার মনের কাছাকাছি অবশ্য পৌঁছতে পারেননি তিনি।

বাংলাদেশের (Bangladesh) দারিদ্র্যতা বৃদ্ধি

স্বাধীনতার পর যে বাংলাদেশ (Bangladesh) একসময় একটু একটু করে সামনে দিকে এগোচ্ছিল, সেই সোনার বাংলা’তেই সরকার বদলের পর পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করে। দেশজুড়ে অর্থনৈতিক সংকট দেখা দিতেই দারিদ্র্য যেন একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। আজ অন্ন আর অর্থের অভাবে রীতিমতো ধুঁকতে শুরু করেছে অসহায় মানুষদের জীবন।

আরোও পড়ুন : Budget 2025: ছোট ব্যবসায়ীদের জন্য বড় উপহার! ৫ লক্ষ টাকার ক্রেডিট কার্ড ঘোষণা করলেন অর্থমন্ত্রী 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জানিয়েছে, বদলের বাংলাদেশে ১৯.২ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। সংস্থার তরফে জানানো হয়েছে, শহরে দারিদ্র্যের হার সাড়ে ১৬ শতাংশ হলেও, গ্রামে সেই হার ২০ শতাংশের বেশি। বিশ্বব্যাংক, বিশ্ব খাদ্য সংস্থা ও বিবিএসের যৌথ গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

আরোও পড়ুন : Budget 2025: কৃষকদের জন্য ধামাকা প্রকল্প আনল সরকার, বাড়ল কিষাণ ক্রেডিট কার্ডের লোনের সর্বোচ্চসীমাও

প্রসঙ্গত উল্লেখ্য যে, এই তথ্য জানানো হয় রাজধানী ঢাকার বিআইসিসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পোভার্টি অ্যান্ড লাইভলিহুড স্ট্যাটিসটিকস সেল-এর তৈরি করা প্রতিবেদনে। বাংলাদেশের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন।

Bangladesh new proverty report

রিপোর্ট সূত্রে খবর, বাংলাদেশের বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ২৬.৬ শতাংশ দরিদ্র (Poor) মানুষের বসবাস। অন্যদিকে সবচেয়ে কম ১৫.২ শতাংশ মানুষ থাকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে। ঢাকায় দারিদ্র্যের হার ১.৮ শতাংশ বেড়ে ১৯.৬ শতাংশ হলেও, এই সময়ে কমেছে বাংলাদেশের রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে দারিদ্র্যের হার।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর