ইউনূসের আসন টলমল, এই মাসেই নির্বাচন বাংলাদেশে! হালে পানি পাবে হাসিনার দল?

বাংলাহান্ট ডেস্ক : জুলাই আন্দোলনের অভিঘাতে গদি হারা হয়েছিলেন শেখ হাসিনা। প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশ (Bangladesh) ছাড়তেই সেখানে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এর প্রধান উপদেষ্টা হতে বিদেশ থেকে বাংলাদেশে ফেরেন নোবেলজয়ী মহম্মদ ইউনূস। কিন্তু তাঁর নেতৃত্বে তদারকি সরকার বাংলাদেশে শান্তি শৃঙ্খলা থেকে অর্থনৈতিক উন্নতি আনতে ব্যর্থ। এমতাবস্থায় কবে হবে বাংলাদেশে (Bangladesh) নির্বাচন? হাসিনার পর পরবর্তী প্রধানমন্ত্রী রূপেই বা সম্ভাব্য মুখ হিসেবে কাকে দেখা যাচ্ছে?

বাংলাদেশে (Bangladesh) নির্বাচন এগিয়ে আনার দাবি বিএনপির

এর আগে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ইউনূস বলেছিলেন, ২০২৫ এর শেষ থেকে ২০২৬ এর শুরুর দিকে কোনো এক সময় অনুষ্ঠিত হতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচন (Bangladesh)। কিন্তু বিএনপির দাবি, যত দ্রুত সম্ভব হোক নির্বাচন। খালেদা জিয়ার দলের দাবি, ২০২৫ এর জুলাই অগাস্ট মাসেই নির্বাচন করা সম্ভব। এমন দাবি জানিয়ে এ বিষয়ে উদ্যোগ নিয়ে ইউনূস সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

Bangladesh next election might happen on this month

কবে হতে পারে নির্বাচন: ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপার্সন এর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলতি বছরেই নির্বাচনের ভাবনা জানান। তাঁর কথায়, বিএনপি বারবার বলছে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। চলতি বছরের জুলাই অগাস্ট মাসের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মনে করেন তাঁরা। দেশের (Bangladesh) বৃহত্তর স্বার্থে চলতি বছরেই নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সরকার, নির্বাচন কমিশন এবং অন্য রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানিয়েছে বিএনপি।

আরো পড়ুন : একসঙ্গে দুই নায়িকার সঙ্গে রোম্যান্স! আরেফিনের কামব্যাক সিরিয়ালে জুড়লেন জি এর জনপ্রিয় অভিনেত্রী

লড়তে পারবে হাসিনার দল: এবার প্রশ্ন উঠছে, আগামী নির্বাচনে হাসিনার দল কি লড়তে পারবে? প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশত্যাগের (Bangladesh) পরেই আওয়ামী লীগ সদস্যদের উপরে অত্যাচারের মাত্রা বেড়েছিল। তবে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগকেও নামতে দেখা গিয়েছে রাজপথে। এমতাবস্থায় আগামী নির্বাচনে তাঁরা লড়তে পারবেন কিনা তার উত্তর সময় দেবে বলে মন্তব্য করেন বাংলাদেশের (Bangladesh) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

আরো পড়ুন : ভেঙেছে পাঁজরের হাড়, বন্ধ উপার্জন, অসুস্থ বাসন্তী দেবীর জন্য মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন ভাস্বরের

তিনি বলেন, একদিনে নির্বাচন করা সম্ভব নয়। ইভিএমের মাধ্যমে হবে না আগামী নির্বাচন। এতে অংশ নিতে পারবেন প্রবাসীরাও। ইউনূসের দেওয়া সময় অনুযায়ীই নির্বাচন করার ব্যবস্থা করছেন বলে জানিয়েছেন তিনি। তবে এর আগে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, সরকার বা বিচার বিভাগ নিষিদ্ধ না করলে আওয়ামী লীগ অংশ নিতে পারবে নির্বাচনে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর