বাংলাহান্ট ডেস্ক: জম্মু কাশ্মীর ইস্যুতে উত্তাল গোটা দেশ। জম্মু-কাশ্মীর বিশেষ মর্যাদা বাতিল করে জম্মু কাশ্মীর ভারতের কেন্দ্রীভূত করেন। ভারত সরকারের সিদ্ধান্তে যেকোন সময় উত্তেজনা বাড়াতে পারে। কাশ্মীরের মোতায়েন করা হয়েছে প্রায় কয়েক হাজার সেনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে উপস্থিত রয়েছেন খোদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
ভারত সরকারের হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়ায়। জম্মু-কাশ্মীরের উপর নজর রেখেছে বাংলাদেশ। বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকায় এক অনুষ্ঠানে এসে বলেন, ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে প্রশ্ন তোলার কোন এক্তিয়ার বাংলাদেশের নেই।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেন,’ আমাদের প্রতিবেশী দেশ ভারতের সুদীর্ঘ ৭০ বছর পর তাদের সংবিধান থেকে কাশ্মীর নিয়ে ৩৭০ অনুচ্ছেদ তারা বিলুপ্ত করেছেন। তাদের পার্লামেন্টের উভয়কক্ষে রাজ্যসভা ও লোকসভায় এই বিল পাস হয়েছে। এর ফলে ভারত তাদের নিজেদের পার্লামেন্টের জনপ্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছেন। ‘
তিনি বলেন,যেহেতু বিষয়টি বাংলাদেশের এক্তিয়ারে নেই, তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।