বাংলা হান্ট ডেস্ক: বিয়ে করবো বললেই তো আর বিয়ে হয়ে গেল না। কারণ বর্তমান যুগে বিয়ের জন্য বউ খুঁজে পাওয়া বিশাল ঝক্কির ব্যাপার। এদিকে বিয়ের জন্য বয়স চলে গেলেও পাত্রদের আর ভালো বউ পাওয়া হয়ে ওঠে না। আবার বিয়ে করতে গাদা গুচ্ছের খরচা, প্রি ওয়েডিং শ্যুট, ঘর ভাড়া কতই না ঝামেলা। কিন্তু যদি বলি কোন ঝুট ঝামেলা ছাড়াই ভাড়ায় বউ পাওয়া যায়। না করতে হয় লাখ লাখ টাকা খরচ, না ঘুরতে হয় সাত পাকে। শুধু কয়েক হাজার টাকার খেলা ব্যাস তারপর বউ নিয়ে চলে আসুন ঘরে। বিষয়টি শুনে বিশ্বাস হচ্ছে না। তবে ভাড়ায় সত্যিই বউ মিলছে। তাও আবার বাংলাদেশে (Bangladesh)।
বাংলাদেশে (Bangladesh) বউ ভাড়ায় পাওয়া যাচ্ছে:
জানা গিয়েছে, বাংলাদেশে (Bangladesh) গাজীপুর জেলা থেকে সাত কিলোমিটার দূরে রয়েছে ভাদুন গ্রাম। এই গ্রামেই বউ ভাড়ায় পাওয়া যায়। বলা হয়, ভাদুন গ্রাম নাকি বিখ্যাত এই কারবারের জন্য। এখানে ফর্সা, কালো, রোগা, পাতলা, লম্বা, বেটে যেমন বউ চাইবেন তেমনি বউ পাবেন। ভাদুন গ্রামে সব রকমের বউ রয়েছে ভাড়া দেওয়ার জন্য। শুধু বউ নয় একই সাথে বর ভাড়াও দেওয়া হয়। তবে যাই ভাড়া নেন না কেন তার জন্য খসাতে হবে কড়কড়ে নোট। যদিও আজকে থেকে নয়…..বিগত বেশ কয়েক বছর ধরেই এইখানে এই ব্যবসা চলছে।
তবে সত্যি কি ভাড়ায় বর, বউ পাওয়া যায়? এর আসল রহস্য কি: জানা গিয়েছে, সময় অনুসারে ভাড়ার টাকার পরিমান বাড়ে। অর্থাৎ যে যত বেশি টাকা দেবে সে ততক্ষণ নিজের কাছে ভাড়া করে বর, বউ রাখতে পারবেন। তবে মজার বিষয় কি জানেন, এই বর, বউ শুধুমাত্র শুটিংয়ের জন্য দেওয়া হয়। যারা ভাবছেন ভাড়া করে নিয়ে গিয়ে বউকে যেমন ইচ্ছা কাজ করাবেন তেমনটা কিন্তু নয়।
ভাদুন গ্রাম হচ্ছে শুটিং স্পট: আসলে বাংলাদেশের (Bangladesh) গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত ভাদুন গ্রাম হচ্ছে শুটিংয়ের স্পট। ভাদুন গ্রামের পাশাপাশি আরো কয়েকটি গ্রামেও এমন ভাবেই বর, বউ ভাড়া দেওয়া হয়। শুধুই বর, বউ নয় একই সাথে বাচ্চা, অর্থাৎ শিশু শিল্পী, গরু, ছাগল, ভেড়া সমস্ত কিছুই ভাড়াতে পাওয়া যায়। এই গ্রামটি মূলত তৈরি হয়েছে, সিনেমা, টেলি ড্রামা, নাটক, টিভি সিরিয়ালের জন্য। ফলে ভাদুন গ্রামে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শিল্পীরা। পরিচালকদের অত্যন্ত ভরসার জায়গা এটি।
আরও পড়ুনঃ কল্পতরু পূর্ব রেল! এবার হাওড়া থেকে ছুটবে ৪২ জোড়া স্পেশাল, কবে থেকে মিলবে এই বিশেষ ট্রেন?
পরিচালকরা নিজেদের পছন্দমত পার্শ্ব অভিনেতা-অভিনেত্রীদের ভাড়া করে নিয়ে যান। এছাড়াও আরো জানা গিয়েছে, এই এলাকায় ৯০ দশক থেকে শুরু হয়েছে নাটক-সিনেমার শুটিং কার্যক্রম। এ গ্রামটিকে অনেকেই চলচ্চিত্র শিল্পীদের আবাসভূমি বলে থাকেন। এই গ্রামে আসলে হাঁটতে হাঁটতে চেনা পরিচিত অনেক অভিনেতা-অভিনেত্রীদের সাথেও দেখা হয়ে যেতে পারে।
আরও পড়ুনঃ নতুন বছরে শনিদেবের কৃপায় হবে বাজিমাত! এই ৩ রাশির ঘুরবে ভাগ্য, জীবনে আসবে সুখের জোয়ার
জানা গিয়েছে, শুটিংয়ের জন্য ভাদুন গ্রামে জায়গার অভাব নেই। রয়েছে মেঘলা, আকাশ ভিলা, ঐশী সুটিং, বিলভিলা, হাসনাহেনা, শাহিনের বাড়ি, আপন ভূবন, কৃষ্ণচূড়াসহ অজস্র শুটিং স্পট। তবে সমস্ত কিছুর জন্যই ভাড়া দিতে হয়, তাও আবার ঘন্টা ভিত্তিক হিসেবে। শুধু ঘরবাড়ি নয় একই সাথে অভিনেতা-অভিনেত্রীদের ভাড়া নেওয়ার ক্ষেত্রে সময়ের নির্ভরতা রয়েছে। শুটিং স্পটের মালিক ও পরিচালকরা জানান, শুটিংয়ের প্রয়োজনে ঘণ্টাভিত্তিক কিংবা সারাদিনের জন্য বউ, বর, শিশু, বাচ্চা, নাপিত, কামার, গরু-ছাগল, হাঁস-মুরগী, ঝাড়ুদার সবকিছুই ভাড়ায় পাওয়া যায় এখানে। এইভাবেই বাংলাদেশে (Bangladesh) ভাড়া দেওয়া হয় সবকিছু।