ভারত নাকি পাকিস্তান, বাংলাদেশীদের কাকে বেশি পছন্দ? সমীক্ষার ফল জানলে তাজ্জব বনে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : ভারতের (India) সাথে একটা সময়ে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ছিল বাংলাদেশের (Bangladesh)। একদা ভারতেরই অংশ থাকা বর্তমান বাংলাদেশের সাথে ভাষা-সংস্কৃতিগত মিল থাকায় পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সুমধুর সম্পর্ক বছরের পর বছর ধরে  বহন করে চলেছে সাংস্কৃতিক ঐতিহ্য। তবে বাংলাদেশে ক্রমশ বাড়তে থাকা মৌলবাদী ‘সংস্কৃতি’ প্রভাব ফেলেছে দুই দেশের সম্পর্ক।

বাংলাদেশের (Bangladesh) মনোভাব ভারত-পাকিস্তানের উপর

হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একের পর এক হিন্দু নির্যাতনের খবর আসতে থাকে পদ্মাপার থেকে। অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সদস্য ও সেদেশের একাংশের ভারত বিদ্বেষ চরম থেকে চরমতম হচ্ছে প্রতিদিন। এই আবহেই ভারত সম্পর্কে বাংলাদেশীদের মনোভাব কেমন সেই সম্পর্কে জানা গেল একটি জরিপের মাধ্যমে।

Bangladesh

ভয়েস অফ আমেরিকা বাংলার একটি জরিপে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। এই জরিপে দেখা গেছে, দেশ হিসাবে ভারতকে অপছন্দ ৪১.৩ শতাংশ বাংলাদেশীর। ৫৩.৬ শতাংশ মানুষ আবার পছন্দের তালিকায় রেখেছেন ভারতকে। এই জরিপে দেখা যাচ্ছে, বাংলাদেশীদের কাছে ইতিবাচক ভাবমূর্তি রয়েছে ভারত ও পাকিস্তান উভয়েরই। সেদেশের মানুষরা ভালো ধারণাই পোষণ করছেন অন্যান্য উন্নয়ন সহযোগী দেশ সম্পর্কে।

আরোও পড়ুন : STF-এর সফল অভিযানে ধৃত আরও এক জঙ্গি! রয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সাথে যোগ? কী জানাল পুলিশ?

এই জরিপ চালানো হয় প্রায় ১০০০ মানুষের উপর। সেখানে দেখা যাচ্ছে, বাংলাদেশের ৫৯ শতাংশ মানুষ পছন্দ করেন পাকিস্তানকে। অন্যদিকে, ৫৩.৬ শতাংশ মানুষ পছন্দ করেন প্রতিবেশী ভারতকে। যাদের উপর এই সমীক্ষা চালানো হয়েছিল তাদের মধ্যে ২৮.৫ শতাংশ মানুষ পাকিস্তানকে (Pakistan) অপছন্দ করেন বলে জানিয়েছেন। অন্যদিকে, ৪১.৩ শতাংশ মানুষ ভারতকে অপছন্দ করেন বলে উঠে এসেছে এই সমীক্ষায়।

When will the elected government be seen in Bangladesh.

এই জরিপে দেখা যাচ্ছে, সবথেকে বেশি অপছন্দের দেশ হিসাবে বাংলাদেশের (Bangladesh) মানুষ বেছে নিয়েছেন মায়ানমারকে। পছন্দ স্কেল অনুযায়ী, উত্তরদাতারা সবথেকে বেশি ভোট দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে (৬৮.৪ শতাংশ)। এছাড়াও বাংলাদেশীদের পছন্দের দেশের তালিকায় উপরের দিকে রয়েছে চীন (৬৬ শতাংশ), রাশিয়া (৬৪ শতাংশ) এবং যুক্তরাজ্য (৬২.৭ শতাংশ)।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর