ভারতে মিলছেনা পাত্তা! অবৈধ পথে এবার এই দেশগুলিতে ঢোকার মরিয়া চেষ্টা বাংলাদেশিদের

বাংলাহান্ট ডেস্ক : গত বছর জুলাই-অগাস্ট মাস থেকেই পালা বদলের শুরু বাংলাদেশে (Bangladesh)। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এখনো পর্যন্ত ‘স্বাভাবিক’ অবস্থায় ফিরতে পারেনি দেশটি। তদারকি সরকারের আমলে বেড়েছে অরাজকতা, সংখ্যালঘুদের উপরে অত্যাচার, বিশৃঙ্খলা। এবার ফের কাঠগড়ায় বাংলাদেশিরা (Bangladesh)। অবৈধ পথে ইউরোপে ঢোকার চেষ্টা অব্যাহত রয়েছে বাংলাদেশিদের।

ইউরোপে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশিদের (Bangladesh)

২০২৫ সালের প্রথম দুই মাসে ইউরোপের দেশগুলিতে অবৈধ অনুপ্রবেশের সংখ্যা প্রায় ২৫ শতাংশ কমেছে। বিশেষত পশ্চিম বালকান অঞ্চলে অবৈধ অনুপ্রবেশকারীদের জোরপূর্বক ঢোকার চেষ্টা গত বছরের তুলনায় ৬৪ শতাংশ কমেছে। কিন্তু মধ্য ভূমধ্যসাগরীয় রুট দিয়ে বাংলাদেশিদের (Bangladesh) অনুপ্রবেশের চেষ্টা বেড়ে গিয়েছে ৪৮ শতাংশ।

Bangladesh people are trying to trespass in these countries

কীভাবে অনুপ্রবেশ হচ্ছে: ইউরোপীয় ইউনিয়নের বর্ডার এজেন্সি ফ্রন্টটেক্স এর তরফে এই বিষ্ফোরক তথ্য প্রকাশ করা হয়েছে। ওই সংস্থার তরফে জানানো হয়েছে, এই রুট দিয়ে সবথেকে বেশি অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করেছেন বাংলাদেশিরা (Bangladesh)। কীভাবে এই রুট দিয়ে অনুপ্রবেশ করছেন তারা? সংস্থার তরফে বলা হয়েছে, বাংলাদেশিরা প্রথমে বৈধ পথে লিবিয়া পৌঁছাচ্ছে। সেখান থেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে অনুপ্রবেশ করছে ইউরোপে।

আরো পড়ুন : ৭ মাসে দুবার স্লট বদল, আরো কমল TRP, শনির দশা কাটছেই না সিরিয়ালের

কী বলছে পরিসংখ্যান: ওই সংস্থার তরফে আরো বলা হয়েছে, ২০২৩ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে প্রায় ১২ হাজার মানুষ এই পথে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিলেন। তবে ২০২৫ এ সংখ্যাটা প্রায় অর্ধেকে নেমে এসেছে। চলতি বছর একই সময়ে এই রুটে প্রায় ৬ হাজার ৮৬৩ জন অনুপ্রবেশকারী ইউরোপে ঢোকার চেষ্টা করেছেন। এই রুটটিই বর্তমানে ইউরোপে অনুপ্রবেশের ক্ষেত্রে সবথেকে সক্রিয় রুট ফলে জানাচ্ছেন ওয়াকিবহাল মহল।

আরো পড়ুন : জলসাকে কড়া টক্কর, ৩ টি নতুন সিরিয়ালের পর আরো এক মেগার আমদানি জি বাংলার! প্রকাশ্যে টাইম স্লট

আরও জানা গিয়েছে, বাংলাদেশিরা (Bangladesh) এই রুটটি সবথেকে বেশি ব্যবহার করছে। উপরন্তু লিবিয়ায় যারা মানবপাচারের সঙ্গে যুক্ত তারা গ্রেফতারি এড়াতে দ্রুত গতির স্পিডবোট ব্যবহার করছে। এই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিতে এক একজনের থেকে নাকি ৫-৮ হাজার ইউরো করে নেওয়া হচ্ছে। তথ্য বলছে, বিগত দু মাসের পূর্ব আফ্রিকা রুট ধরে বিগত দু মাসে ৭ হাজার ১৮২ জন অনুপ্রবেশ করেছে। এই রুট ধরে মালি, গিনি, সেনেগালের মানুষ বেশি অনুপ্রবেশের চেষ্টা করেছে। সংস্থার তথ্য বলছে, বিগত দু মাসে সবথেকে বেশি বাংলাদেশ, আফগানিস্তান, মালির বাসিন্দারা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করেছেন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর