হল না ইচ্ছেপূরণ! মহাকুম্ভে পুণ্যস্নানের আগেই পুলিশের জালে ১ বাংলাদেশি, ধৃত আরও ২

বাংলাহান্ট ডেস্ক : ফের উত্তর ২৪ পরগনা জেলায় দু’টি পৃথক ঘটনায় সব মিলিয়ে তিনজন বাংলাদেশের (Bangladesh) নাগরিককে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশের (Bangladesh) নাগরিক হওয়া সত্ত্বেও এপার বাংলায় জাঁকিয়ে বসেছিল। এমনকি মহাকুম্ভে ডুব দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তিনি।

পুলিশের জালে ৩ বাংলাদেশের (Bangladesh) নাগরিক

কিন্তু মনস্কামনা আর পূর্ণ হলো না। উত্তর ২৪ পরগনার হাবরা থানার পুলিশ পাকড়াও করলো ওই ব্যক্তিকে। কিন্তু ওই ব্যক্তি সম্পর্কে খোঁজ খবর নিতে গিয়ে রীতিমতো হতবাক হয়ে যায় পুলিশ। ধর্ম কর্মের উদ্দেশ্যে নাকি ওই ব্যক্তি এই দেশে প্রবেশ করেছিলেন, সেটা অবশ্য বৈধভাবে। প্রয়াগরাজে যাওয়ার ইচ্ছে ছিল তার।

আরোও পড়ুন : “লস” করেছিলেন ২ কোটি! ৬ বছরে ৫ টি ব্যবসায় ব্যর্থ হয়েও নজির গড়লেন বিক্রম, জানলে হবেন “থ”

পাসপোর্ট, ভিসা নিয়ে ভারতে এসে মহাকুম্ভে (Maha Kumbh) স্নান করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। বাংলাদেশি নাগরিকের কাছে বাংলাদেশের পাসপোর্ট থাকার পরেও ভারতীয় আধার কার্ড পাওয়া গিয়েছে। পরিবারের সকলের জন্য ভারতীয় আধার কার্ড তৈরি করে ফেলেছিলেন তিনি।

আরোও পড়ুন : যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন রতন টাটা, সেই হাসপাতালেই ৫০০ কোটির বিনিয়োগ টাটা গ্রুপের

ভুয়ো নথি ভুল তথ্য ব্যবহার করে রীতিমতো ঘাঁটি গেড়ে বসার প্ল্যান করেছিলেন গত কয়েক মাস ধরে। এমনকি ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি পর্যন্ত পাওয়া গিয়েছে তার কাছে। ইতিমধ্যেই পুলিশ ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। অন্যদিকে চোরার পথে ভারত থেকে বাংলাদেশে যেতে গিয়ে সীমান্তে টহল দেওয়া বিএসএফের হাতে ধরা পড়লো দু’জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি।

স্বপ্নপূরণের আগেই হাতে হাতকড়া! মহাকুম্ভে Bangladesh People arrested from North 24 Pargana

 

মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনা (South 24 Pargana) জেলাতেই ঘটেছে এই ঘটনা। আংরাইল এলাকা থেকে তুই বাংলাদেশিকে গ্রেফতার (Arrest) করে তুলে দেওয়া হয়েছে স্থানীয় গাইঘাটা থানার পুলিশের হাতে। ধৃতদের নাম বিল্লাল শেখ এবং সোহেল রানা। বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা তারা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর