আর কোনো বাধা নয়, বিজ্ঞাপন বিরতি ছাড়াই টেলিভিশনে চলবে বাংলা সিরিয়াল!

বাংলাহান্ট ডেস্ক: মিটে গেল সমস‍্যা। এতদিন ধরে প্রিয় বাংলা সিরিয়াল (serial) বন্ধ থাকায় মুশকিলে পড়েছিলেন দর্শকরা। কিন্তু এবার যাবতীয় মুশকিল আসান। বিজ্ঞাপন ছাড়াই ফের ভারতের বাংলা সিরিয়ালগুলি দেখতে পাবেন বাংলাদেশের দর্শকরা। জি বাংলা এবং স্টার জলসা দুটি চ‍্যানেলই বাংলাদেশে তাদের দর্শকদের জন‍্য বিজ্ঞাপন ছাড়াই সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে।

কয়েকটি দেশের বিজ্ঞাপন দেখানো যাবেনা বাংলাদেশের টেলিভিশনে, কিছুদিন আগে শেখ হাসিনা সরকার থেকে এমনি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এর জেরেই একাধিক বিদেশি চ‍্যানেল বন্ধ হয়ে গিয়েছিল ওপার বাংলায়। বিষয়টা প্রথমে না বুঝে শুনেই অনেকে কেবল অপারেটরদের ঘাড়ে দোষ চাপিয়েছিলেন। এরপরেই তারা ঘোষনা করে, এতে তাদের কোনো দোষ নেই।

Zee Bangla Serial Mithai Bengalplanet.com 1
বাংলাদেশের কেবল অপারেটর অ্যাসোসিয়েশনের তরফ থেকে ঘোষনা করা হয়, বিদেশি চ‍্যানেল না দেখতে পাওয়ায় তাদের কোনো দোষ নেই। বাংলাদেশ সরকারের বিজ্ঞপ্তির জন‍্যই চ‍্যানেশগুলি বন্ধ রয়েছে সে দেশে। ওদেশের নতুন সম্প্রচার আইন অনুসারে, বিজ্ঞাপন সহ কোনো বিদেশি চ‍্যানেলের সম্প্রচার হবে না।

আর এর জেরেই সমস‍্যায় পড়ে বহু দর্শক। উল্লেখ‍্য, টালিগঞ্জের স্টুডিও পাড়ায় তৈরি হওয়া বাংলা সিরিয়ালের দর্শকদের মধ‍্যে একটা বড় অংশ বাংলাদেশের। ওপার বাংলাতেও ভারতীয় সিরিয়ালের কদর খুব বেশি। বিশেষ করে মিঠাই, অপরাজিতা অপুর মতো সিরিয়াল এদেশের বাঙালিদের মধ‍্যেও যেমন অত‍্যন্ত জনপ্রিয় তেমনি ওদেশেও এই সিরিয়ালগুলি নিয়ে উন্মাদনা চোখে পড়ার মতো। এমন অনেকেই আছেন যারা একটি এপিসোডও মিস করেন না।

Zee Bangla New Serial Ei Poth Jodi Na Sesh Hoy Cast Story Bengalplanet.com
তাদের কথা ভেবেই দুটি প্রথম সারির চ‍্যানেল জি বাংলা ও স্টার জলসা বিজ্ঞাপন ছাড়াই সিরিয়াল সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে ওপার বাংলায়। জি বাংলায় সিরিয়ালের মাঝে বিরতির সময় বাংলাদেশেরই বিভিন্ন শোয়ের প্রোমো দেখানো হচ্ছে। তবে স্টার জলসায় প্রোমোর বদলে বিজ্ঞাপন বন্ধ থাকার বিজ্ঞপ্তি দেখানো হচ্ছে দর্শকদের।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর