বাংলা হান্ট ডেস্কঃ ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের উদ্ধারে সহায়তা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠি লিখে তিনি দুই দেশের সম্পর্কের কথা উল্লেখ করে পারস্পরিক সহযোগিতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
গত ১৫ মার্চ শেখ হাসিনা এই চিঠি লেখেন। এতে বলা হয়েছে, ‘ইউক্রেনের সুমিতে আটকা পড়া ভারতীয়দের সাথে কিছু বাংলাদেশি নাগরিককে বাঁচানো ও উদ্ধারে আন্তরিকভাবে সাহায্য করার জন্য আমি আপনাকে এবং আপনার সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই সাহায্য দুই দেশের মধ্যে অনন্য এবং স্থায়ী সম্পর্ক প্রতিফলিত করে।”
শেখ হাসিনা চিঠিতে লিখেছেন, আমি নিশ্চিত যে বাংলাদেশ ও ভারত উভয়ই সবসময় একে অপরের পাশে থাকবে এবং উভয় দেশের জনগণের সম্মিলিত আশা-আকাঙ্খা উপলব্ধি করতে একসঙ্গে কাজ করবে। আমি আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং খুব শুভ হোলির শুভেচ্ছা জানাই।
হাসিনা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বছর প্রধানমন্ত্রী মোদির বাংলাদেশ সফরের কথাও উল্লেখ করেন। তিনি লেখেন যে, বছরের পর বছর ধরে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক সকল স্তরে অর্থপূর্ণ সম্পৃক্ততার মাধ্যমে আরও জোরদার হয়েছে।