বাংলা হান্ট ডেস্কঃ চারদিনে কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের এক অবসরপ্রাপ্ত সেনাআধিকারিক। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রত্যেকে এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। বিধানসভায় দাঁড়িয়ে মমতা স্পষ্ট বলেন, ‘ভাববেন না যে ললিপপ খাব’। এবার তাঁর সেই মন্তব্যের পাল্টা দিলেন বিএনপি নেতা রুহুল কবীর রিজভি।
মমতার (Mamata Banerjee) ‘ললিপপ’ মন্তব্যের পাল্টা দিলেন রিজভি!
বাংলাদেশ (Bangladesh) ইস্যু নিয়ে বরাবর কেন্দ্রের অবস্থানের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়ে বেশ কয়েকবার এই নিয়ে কথাও বলতে দেখা গিয়েছে তাঁকে। গত সোমবার যেমন চারদিনে কলকাতা দখলের হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছিলেন তিনি।
মমতা বলেছিলেন, ‘যারা বলছেন দখল করবেন, তাঁরা ভাববেন না, আমরা বসে ললিপপ খাব। সেই ক্ষমতা আপনার নেই। আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু ধৈর্যের পরীক্ষা দিই’। এবার তাঁর এই মন্তব্যের পাল্টা দিলেন ওপার বাংলার নেতা রিজভি।
সম্প্রতি এই বিএনপি (BNP) নেতা বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাকি গোঁসা হয়েছে, কষ্ট পেয়েছেন। বলেছেন বাংলাদেশ থেকে ওড়িশা, বিহার দখল করতে আসে। তাহলে কি আমরা ললিপপ খাব? আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন, আমরা কি আমলকি মুখে চুষব? তা তো আমরা চুষব না’।
যদিও এই প্রথম নয়, বাংলাদেশ ইস্যুতে কয়েকদিন আগেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছিলেন রিজভি (Ruhul Kabir Rizvi)। সেই সময়ও তাঁর মন্তব্য নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। এখন ফের একবার তাঁর এই মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার কলকাতা দখলের হুঁশিয়ারি প্রসঙ্গে ‘ললিপপ’ মন্তব্যের পাশাপাশি মমতা (Mamata Banerjee) বলেছিলেন, ‘আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো, এটা ভাবার কোনও কারণ নেই। তবে আমরা হিংসা নয়, চাই শান্তি ফিরে আসুক। কেন্দ্র যে পথে এগোবে সেটাকে সমর্থন জানানো আমাদের সরকারের পলিসি’।