বাংলাহান্ট ডেস্ক : একসময় খুব তাড়াতাড়ি বাংলাদেশের (Bangladesh) অর্থনীতির উন্নতির হলেও আজ কিন্তু একেবারেই পাল্টে গেছে পরিস্থিতি। এককথায় বলা যায়, আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতির শ্লথ গতি চিন্তা বাড়াচ্ছে ইউনূস সরকারের। গত চার বছরের মধ্যে বাংলাদেশের জিডিপি বৃদ্ধির হার পৌঁছেছে সর্বনিম্ন স্তরে।
বাংলাদেশের (Bangladesh) অর্থনীতির অবস্থা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) (Bangladesh Bureau of Statistics) তথ্য দিয়ে জানিয়েছে, ২০২৪ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৪.২২ শতাংশ। এই অবস্থায় দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে রীতিমতো চিন্তায় বাংলাদেশের ব্যাঙ্কগুলি। কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং বাংলাদেশ ব্যাঙ্কের মতো দেশের মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানগুলির অনুমান, ২০২৫ সালেও অবস্থা উন্নতির কোনো আশা নেই।
আরোও পড়ুন : DA বৃদ্ধির সাথেই ফিরবে পুরনো নিয়ম? সরকারি কর্মীদের জন্য আসতে পারে বিরাট সুখবর
কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং বাংলাদেশ ব্যাঙ্কের ধারণা চলতি বছর জিডিপি বৃদ্ধির হার থাকতে পারে চার থেকে পাঁচ শতাংশের মধ্যে। যদিও বিশ্বব্যাঙ্ক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল ধারণা করছে বাংলাদেশের জিডিপি বৃদ্ধির হার কমতে পারে আরো বেশ খানিকটা। গত মাসে বিশ্ব ব্যাঙ্ক ২০২৫ সালের জন্য বাংলাদেশের জিডিপি বৃদ্ধির হার ৪.১ শতাংশের কাছে থাকতে পারে বলে অনুমান করেছিল।
আরোও পড়ুন : মাধ্যমিকের মাঝেই পুলিশের দ্বারস্থ মধ্যশিক্ষা পর্ষদ! হঠাৎ কী হল? জোর শোরগোল
অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস ছিল বাংলাদেশের (Bangladesh) জিডিপি বৃদ্ধির হার চলতি বছর থাকতে পারে ৩.৮ শতাংশে। ২০১৯ সালে বাংলাদেশের জিডিপি বৃদ্ধির হার ছিল ৮.১৫ শতাংশ, সেটিই ২০২৪ সালে কমে গিয়ে দাঁড়ায় ৪.২২ শতাংশে। গত বছর বাজেটে সরকার সে বছরের জন্য জিডিপি বৃদ্ধির হার ৭.৫০ শতাংশ নির্ধারণ করলেও পরবর্তীকালে সংশোধন করে জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশে উন্নীত করা হয়।
ঢাকা ট্রিবিউনের তথ্য অনুযায়ী, ২০২৪ আর্থিক বছরে বাংলাদেশের জিডিপি ছিল ৪৫০ বিলিয়ন ডলার, যা কিনা প্রত্যাশা থেকে অনেকটাই কম। পাশাপাশি, মাথাপিছু মোট জাতীয় আয়ের (GNI) যে পূর্বাভাস বাংলাদেশ সরকার দিয়েছিল সেটিও বাস্তবায়িত হয়নি। বাংলাদেশ সরকার ২৭৮৪ ডলার হিসেবে মাথাপিছু মোট জাতীয় আয়ের পূর্বাভাস দিলেও, ২০২৪ সালে মাথাপিছু মোট জাতীয় আয় দাঁড়িয়েছে ২৭৩৮ ডলারে।
কেন্দ্রীয় ব্যাঙ্ক বলছে, আগামী ৬ মাস দেশের অর্থনীতি থেকে কোনোরকম প্রত্যাশা করাটাই ভুল হবে। বিশেষজ্ঞদের অনুমান, রাজনৈতিক অস্থিরতা ও ভারতের সাথে তিক্ত সম্পর্ক প্রভাব ফেলছে বাংলাদেশের (Bangladesh) অর্থনীতিতে। আপাতত বাংলাদেশের জিডিপির যে হারে বৃদ্ধি আছে সেটা বাড়ার সম্ভাবনা খুব একটা নেই।