ট্রেন চলাচল লাটে উঠল বাংলাদেশে! বৈঠকেও মিলল না উত্তর

Published On:

বাংলাহান্ট ডেস্ক : রেল নিয়ে জটিলতা অব্যাহত বাংলাদেশে (Bangladesh)। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের রেলওয়ের (Bangladesh Railway) রানিং স্টাফরা মূল বেতনের সাথে অ্যালাউন্স যুক্ত পেনশন সহ একাধিক দাবিতে ধর্মঘটের (Strike) ডাক দিয়েছেন।

বাংলাদেশে (Bangladesh) ট্রেন চলাচলের আপডেট

সোমবার রাত ১২ টার পরের ট্রেনগুলিতে কাজে যোগদান করেননি রানিং স্টাফেরা। সেই কারণে বিঘ্ন ঘটেছে ট্রেন চলাচলে।  পেনশন ও অন্যান্য সুযোগসুবিধা সংক্রান্ত দাবির সমঝোতা না হওয়ায় কর্ম বিরতির পথে হেঁটেছেন ট্রেন চালক, গার্ড, টিকিট চেকাররা। জটিলতা দূর করতে মঙ্গলবার দুপুরে একটি বৈঠকের আয়োজন করা হয় কমলাপুর স্টেশনের ভিআইপি রুমে।

আরোও পড়ুন : Infosys-এর সহ-প্রতিষ্ঠাতার বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ! দায়ের হল FIR, জানলে হবেন “থ”

তবে সমাধান সূত্র না মেলায় বৈঠকের মাঝেই সেখান থেকে বেরিয়ে যান রানিং স্টাফদের প্রতিনিধি সাইদুর রহমান। সাংবাদিকদের সাইদুর বলেন, দীর্ঘ সময় ধরে রেলসচিব, মহা পরিচালকদের সাথে বৈঠক হয়েছে। বৈঠকে কোনো সমাধান সূত্র মেলেনি। তাই বৈঠক চলাকালীন বেরিয়ে আসি। আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আলোচনা করব। আপাতত কর্ম বিরতি চালিয়ে যাব আমরা।

আরোও পড়ুন : সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! ফেব্রুয়ারি মাসে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির তালিকা

বাংলাদেশের (Bangladesh) বেশ কিছু সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, রেলপথ মন্ত্রকের কর্মকর্তারা আজ বৈঠকে বসেন আন্দোলনরত রেল রানিং স্টাফদের সাথে। তবে সেই বৈঠকে কোনও ইতিবাচক ফল মেলেনি। রানিং স্টাফের নেতারা বৈঠকের মাঝেই বেরিয়ে আসেন বৈঠক কক্ষ থেকে। তাই রেল নিয়ে জটিলতা কাটল না আজও।

Bangladesh railway train update

জানা গেছে, রেলপথ মন্ত্রণালয়ের সচিব পূর্বে জানিয়েছিলেন আন্দোলনকারীদের সাথে তাদের প্রত্যক্ষ যোগাযোগ স্থাপন হচ্ছে না। রানিং স্টাফদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা সেই ব্যাপারেও তিনি কিছু বলতে চাননি। তবে আলোচনার জন্য তারা যে প্রস্তুত সেই বিষয়টি আগেই জানিয়েছিলেন রেল সচিব।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X