দেনার দায়ে অন্ধকারে ডুবে বাংলাদেশ! সময়সীমা বেঁধে দিতেই কি সিদ্ধান্ত নিল সরকার?

বাংলা হান্ট ডেস্ক : ভারতের কাছে পাহাড় প্রমাণ দেনার বোঝা রয়েছে বাংলাদেশের (Bangladesh)। এরই মধ্যে পাওনা টাকা না মেটানো পর্যন্ত বাংলাদেশের (Bangladesh) বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে আদানি গ্রুপ। আগেও গত ২৭ অক্টোবর বাংলাদেশের (Bangladesh) পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে একটি চিঠি দিয়েছিল আদানি গ্রূপ। সেখানে ৩০ অক্টোবরের মধ্যে যাবতীয় বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

দেনার দায়ে অন্ধকারে ডুবছে বাংলাদেশ (Bangladesh)

কিন্তু নির্দিষ্ট  তা কার্যকর না হওয়ায় বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিয়েছে আদানি পাওয়ার। আর এবার আগামী ৭ নভেম্বরের মধ্যে সমস্ত টাকা মিটিয়ে না দিলে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী  ইতিমধ্যেই এই মর্মে বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে চিঠিও পাঠিয়েছে আদানিরা।

যদিও বাংলাদেশের অন্তবর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন এখনও পর্যন্ত আদানি গ্রুপ বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে এই মর্মে কোন চিঠি তাদের কাছে আসেনি। তবে আদানি গ্রুপ যে তাদের কাছে যে টাকা পাবে এটা সত্যি বলে স্বীকার করে নিয়েছেন তিনি। তবে সেই টাকা তারা যত দ্রুত সম্ভব মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেই জানিয়েছেন তিনি।

পাশাপাশি ভারতের আদানি গ্রূপের কাছে বাংলাদেশের এত দেনার জন্য দায়ী করা হচ্ছে আওয়ামী লীগ সরকারকেই। অন্যদিকে আদানি পাওয়ারের তরফেও একটি বিবৃতিতে জানানো হয়েছে বকেয়া টাকা মেটানোর জন্য বাংলাদেশকে তারা কোনো আল্টিমেটাম দেয়নি। সাত দিনের মধ্যে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথাও নাকি কোথাও বলা হয়নি। 

আরও পড়ুন : জমি কেলেঙ্কারিতে নাম জড়াল কর্নাটকের মুখ্যমন্ত্রীর! বেকায়দায় কংগ্রেস

জানা যাচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশের কাছে আদানি গ্রূপের মোট পাওনা রয়েছে ৮৫০ মিলিয়ন ডলার বা ৭২০০ কোটি টাকা। প্রসঙ্গত ঝাড়খণ্ডের গড্ডায় রয়েছে আদানি পাওয়ার ঝাড়খন্ড লিমিটেড। এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করেন আদানিরা। এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। কিন্তু বৃহস্পতিবার রাতের পর থেকে বাংলাদেশে মাত্র ৭২৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

Bangladesh

ভারত থেকে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করা  হতেই অন্ধকারে ডুবেছে বাংলাদেশের বিস্তীর্ন এলাকা। অন্যদিকে ভারতের বকেয়া টাকা মেটানোর বিষয়ে মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল বলেছেন আদানি গ্রুপকে গত মাসে ৯৭ মিলিয়ন ডলার পেমেন্ট করা হয়েছে।যা আগস্ট এবং তার আগের মাসের তুলনায় দ্বিগুণ। আর বাকি টাকাও জোট দ্রুত সম্ভব মেটানো হবে বলেই জানানো হয়েছে। 

ad

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর