লিটন ও জাকিরের অর্ধশতরানে ভর করে ভারতের বিরুদ্ধে কিছুটা লড়াই করলো বাংলাদেশ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বছরের শেষ টেস্টে বাংলাদেশের কাছ থেকে বেশ কিছুটা লড়াই আশা করেছিলেন তাদের সমর্থকরা। কিন্তু গোটা দলের মধ্যে তেমন ইচ্ছা খুব বেশি জনের মধ্যে দেখা যাচ্ছে না। প্রথম ইনিংসে মাত্র ১৪ রানে শেষ পাঁচ উইকেট খুঁইয়েছিলেন সাকিবরা। ২২৭ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশের লোয়ার অর্ডারের অত্যন্ত সমালোচনাও হয়েছিল।

কিন্তু দ্বিতীয় ইনিংসে দেখা গেল উলটপুরান। আজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে শেষ পাঁচ উইকেটে ১২৬ রান তুলল বাংলাদেশ। কিন্তু প্রথম চার উইকেটে মাত্র ৭০ রান উঠায় এবারও ভারতের সামনে বড় রানের টার্গেট রাখতে ব্যর্থ হলেন সাকিবরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ২৩১ রান করে। চতুর্থ ইনিংসে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য মাত্র ১৪৪ রান।

liton test

গতকাল তাইজুল এবং সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ভর করে ভারতকে ৮২ রানের বেশি লিড নিতে দেয়নি বাংলাদেশ। কিন্তু আজ জাকির হাসান এবং লিটন দাস ছাড়া বাকিদের মধ্যে লড়াই করার ইচ্ছাই দেখা গেল না। জাকির ৫১ এবং লিটন ৭৩ রান করে আউট হওয়ার পর কিছুটা লড়াই করলে না তাসকিন আহমেদ (৩১) ও নুরুল হাসান (৩১)।

গতকালই আইপিএলের নিলামে দল পেয়েছিলেন সাকিব এবং লিটন। কলকাতা নাইট রাইডার্সের অংশ হয়েছেন দুই বাংলাদেশে তারকা। কিন্তু এই টেস্টে সাকিব বল হাতে দুর্দান্ত বোলিং করলেও ব্যাট হাতে চূড়ান্ত হতাশ করেছেন। লিটন দাস নিজের সাধ্যমত লড়াই করেও বাংলাদেশকে খুব একটা নিরাপদ জায়গায় পৌঁছে দিতে পারেননি।

ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করে তিনটি উইকেট নিয়েছেন বাঁহাতি অফ-স্পিনার অক্ষর প্যাটেল। দুটি করে উইকেট জুটেছে মহম্মদ সিরাজ এবং রবি অশ্বিনের কপালে। একটি করে উইকেট নিয়েছেন উমেশ যাদব এবং উনদকাট। যথাসম্ভব কমও উইকেট খুইয়ে রানটি তুলে ফেলার চেষ্টা করবেন ভারতীয় ব্যাটাররা।

Reetabrata Deb

সম্পর্কিত খবর